আরো পড়ুন: ব্যবহার করতে হবে না আর মোবাইল, কিসের সন্ধান দিলেন মার্ক জুকারবার্গ?পৃথিবীর ঘূর্ণন (Rotation of Earth) সম্পর্কিত যাবতীয় বিষয় সাধারণত আমরা বইয়েই পড়ে থাকি। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে তা যেন বাস্তবে চোখে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণে এই ভিডিওর প্রতি সাধারণ মানুষের মুগ্ধতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেকেই বলছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র তা যেন পরিষ্কার মনে করিয়ে দিচ্ছে এই ভিডিওটি। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মনে মহাজাগতিক বিষয় নিয়ে, মহাবিশ্ব নিয়ে আগ্রহ জাগিয়ে তুলছে এই ভিডিওটি।
নামিবিয়া বরাবরই মহাকাশপ্রেমী এবং জ্যোতিষ বিজ্ঞানীদের জন্য স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। এখানকার পরিষ্কার স্বচ্ছ আকাশ তারই প্রমাণ দিচ্ছে বারবার। এবারেও তার অন্যথা হয়নি। পৃথিবীর ঘূর্ণনের (Rotation of Earth) টাইম ল্যাপসের এই ভিডিও সেই সৌন্দর্যেরই উদাহরণ মাত্র। বর্তমানে ইন্টারনেটে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। আপনি যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে খুব সহজেই ইন্টারনেট সার্চের মাধ্যমে ভিডিওটি দেখে নিতে পারেন।The Earth's rotation visualized by stabilizing the sky over a 24 hour period, filmed in Namibia by photographer Bartosz Wojczyński.pic.twitter.com/YLtVdCtJMN
— Wonder of Science (@wonderofscience) November 16, 2024