Rotation of Earth: পৃথিবী ঘুরছে নিজের অক্ষে, রইল ঘূর্ণনের বাস্তবিক প্রমাণের ভিডিও

Rotation of Earth: পৃথিবীর ঘূর্ণনের বাস্তবিক প্রমাণ, ভাইরাল হল ভিডিও। নামিবিয়ার ঝকঝকে রাতের আকাশ। সেখান থেকে রেকর্ড করা হয়েছে একটি অসাধারণ টাইম ল্যাপস ভিডিও। এই ভিডিওতে ধরা পড়েছে পৃথিবীর অক্ষের উপর ঘূর্ণন। প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল ভিডিওটি। আকাশের তারাগুলো মেরু তারকা পোলারিসের আশপাশে এক অপূর্ব গোলাকার নৃত্যে মত্ত। মহাজাগতিক সৌন্দর্যের যেন এক জীবন্ত প্রমাণ তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে।নামিবিয়া, এখানকার আকাশ বরাবরই বিখ্যাত। কারণ? নামিবিয়ার আকাশ আলোক দূষণমুক্ত, নির্মল এবং স্বচ্ছ। যারা মহাকাশ পর্যবেক্ষণ করতে চায় বা অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে আগ্রহী তাদের কাছে এই জায়গা বেশ পছন্দের। কারণ অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য সেরা জায়গা নামিবিয়ার আকাশ। ভাইরাল হওয়া ভিডিওটিতে পৃথিবীর অক্ষের ঘূর্ণন (Rotation of Earth) দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা ধরে ঘুরতে থাকা পৃথিবীর এই ঘূর্ণন সংক্ষিপ্ত আকারে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যার কারণে, তারাগুলির চক্রাকার গতিপথ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।ভাইরাল হওয়া এই ভিডিওতে পৃথিবীর ঘূর্ণন (Rotation of Earth) এবং অক্ষের অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা এই মহাজাগতিক বিষয়গুলি ভালোবাসেন তাদের কাছে তো আকর্ষণীয় বটেই পাশাপাশি সাধারণ মানুষকেও মহাজাগতিক বিষয়ে আকর্ষিত করছে এই ভিডিও। ৪.৫ বিলিয়ন বছর আগে প্রায় সৃষ্টির সময় থেকেই চলছে পৃথিবীর এই ঘূর্ণন। এর উপর নির্ভর করেই পৃথিবীর একাধিক গুরুত্বপূর্ণ কাজগুলি সাধিত হয়ে থাকে। পৃথিবীতে দিনরাত্রি হওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে এই ঘূর্ণনের উপরে।
আরো পড়ুন: ব্যবহার করতে হবে না আর মোবাইল, কিসের সন্ধান দিলেন মার্ক জুকারবার্গ?
পৃথিবীর ঘূর্ণন (Rotation of Earth) সম্পর্কিত যাবতীয় বিষয় সাধারণত আমরা বইয়েই পড়ে থাকি। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে তা যেন বাস্তবে চোখে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণে এই ভিডিওর প্রতি সাধারণ মানুষের মুগ্ধতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেকেই বলছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র তা যেন পরিষ্কার মনে করিয়ে দিচ্ছে এই ভিডিওটি। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মনে মহাজাগতিক বিষয় নিয়ে, মহাবিশ্ব নিয়ে আগ্রহ জাগিয়ে তুলছে এই ভিডিওটি। নামিবিয়া বরাবরই মহাকাশপ্রেমী এবং জ্যোতিষ বিজ্ঞানীদের জন্য স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। এখানকার পরিষ্কার স্বচ্ছ আকাশ তারই প্রমাণ দিচ্ছে বারবার। এবারেও তার অন্যথা হয়নি। পৃথিবীর ঘূর্ণনের (Rotation of Earth) টাইম ল্যাপসের এই ভিডিও সেই সৌন্দর্যেরই উদাহরণ মাত্র। বর্তমানে ইন্টারনেটে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। আপনি যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে খুব সহজেই ইন্টারনেট সার্চের মাধ্যমে ভিডিওটি দেখে নিতে পারেন।