Plants to Get Rid of Rats: গৃহস্থের বাড়িতে ইঁদুরের উপদ্রব তো লেগেই থাকে। ঘরে জামা-কাপড় , কাগজ পত্র থেকে শুরু করে শক্ত জিনিসেও দাঁত বসাতে ছাড়ে না এই দুষ্টু প্রাণীটি। আর একবার যদি বাসা বাঁধতে শুরু করে তবে এদের বিদায় করা খুব মুশকিল। ঘরে আঠা বই বা র্যাট কল পেতেও ইঁদুর ধরা পড়ছে না? তাহলে আর অপেক্ষা না করে এবার আপনার বাড়িতে লাগিয়ে ফেলুন এই কটি গাছ যা ইঁদুর থেকে আপনার ঘরের জিনিসপত্রকে দূরে রাখবে।
রসুন গাছ: রসুন কেবল দুর্বল হার্টের পক্ষেই ভালো তা শুধু নয় ইঁদুর উপদ্রব থেকেও আপনার ঘরকে রক্ষা করবে। রসুন থাকা সালফার যৌগগুলির কারণে একটি তীব্র গন্ধ ছড়ায় যা ইঁদুর সহ্য করতে না পেরে পালায়।
আরও পড়ুন: Barrackpore Metro Extension: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ব্যারাকপুর রুটে জুড়ছে মেট্রো লাইন
ল্যাভেন্ডার গাছ: ল্যাভেন্ডার গাছের সৌন্দর্য ও গন্ধে অনেকেই মুগ্ধ হন। তবে অনেকেই জানেন না এই গাছ ইঁদুর তাড়াতেও খুব উপকারী। ল্যাভেন্ডার এর মিষ্টি গন্ধে ইঁদুর বেশিদিন ঘরে থাকতে পারে না।
লেমন গ্রাস: এই গাছটিকে অনেকেই ঘাস ভেবে ভুল করেন। দেখতে একবারে সবুজ ঘাসের মতোই। তবে এর তীব্র ঘ্রাণে ইঁদুর ও অন্যান্য পোকামাকড় পালাতে বাধ্য।
পেঁয়াজ গাছ: রান্নার স্বাদ বাড়াতে পেঁয়াজ ফোরনে দিতে ভোলে না কেউ। পেঁয়াজ থাকা সালফার যুক্ত গ্যাস চোখকে বিরক্ত করে পেঁয়াজ কাটার সময়। ঠিক একই ভাবে ইঁদুর ও পেঁয়াজর এই তীব্র জ্বালা সহ্য করতে পারে। তৎক্ষণাৎ পালায়।
পুদিনা গাছ : পুদিনা শরবত পেটের জন্য ভীষণ উপকারী। তবে বাড়িতে আপনি একটি পুদিনা চারা পুঁতে দিতে পারেন। ইঁদুরের বাসার পাশেই রেখে দিন এই পাতা। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইঁদুরের জ্বালা থেকে।