Plastic Bag: নিজের ক্ষতি নিজেই ডাকছে না তো? তাহলে এখনই বর্জন করুন প্লাস্টিকের ব্যাগ

Plastic Bag: ভারতে ওয়ান-টাইম ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর বেশ কিছু বছর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবুও এই ধরণের পণ্যের ব্যাপক বিস্তার এবং উৎপাদন রোধ করতে ব্যর্থ হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকার ১লা জুলাই, ২০২২ থেকে প্লাস্টিকের ব্যাগ, কাটলারি, স্ট্র, খাদ্য প্যাকেজিং এবং নিষ্পত্তিযোগ্য জলের বোতলের মতো পণ্যগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ২০২২ সালের অক্টোবরে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ফেডারেল এজেন্সির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছিলেন যে, এই পদক্ষেপটি কাঙ্ক্ষিত প্রভাব ফেলেনি কারণ নিষিদ্ধ গ্রেডের ক্যারি ব্যাগ সহ এসইউপি গুলি এখনও অর্থনীতির নিম্ন-স্তরের অংশে রয়েছে।

কিন্তু প্লাস্টিক (Plastic Bag) আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রা সঙ্গে প্রথম অতোপ্রতো ভাবে জড়িয়ে আছে। ছোটখাটো ব্যবহারযোগ্য জিনিস থেকে শুরু করে বড় বড় ক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার ব্যাপক পরিমাণে হয়ে চলেছে। ছোট দোকানদার থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ সকলেই প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে কন্টেনারের উপরে নির্ভর করে। সশরীরে কিছু কিনতে গেলে যেমন প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়, তেমনি অনলাইনেও প্লাস্টিকের বিভিন্ন জিনিস পাওয়া যায়। তাই প্লাস্টিকের একচ্ছত্র রাজত্ব কিছুতেই দমানো যাচ্ছে না।

এখন প্রশ্ন হল প্লাস্টিক না ব্যবহার করলে তার পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? প্রথমেই আসি পাটের ব্যাগের কথায়। পাটের ব্যাগ হলো পরিবেশ বান্ধব। কিন্তু পাট চাষ করে সেই পার্ট থেকে তৈরি ব্যাগ ব্যবহার করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। বর্তমানে যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেখানে ছোটখাট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে পাটের ব্যাগ ব্যবহার করার এক প্রকার অসম্ভব। পাটের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা যেতে পারে, তবে সেটাও ব্যয় সাপেক্ষ। তাই একমাত্র এমন বিকল্প খুঁজে বের করতে হবে যা প্লাস্টিকের মতোই স্বল্প মূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: উন্নত মানের গম সরবরাহে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদে, বাস্তবায়নে বাধা কিছু অসাধুদের

আবার প্লাস্টিকের (Plastic Bag) সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুটি-রুজি। প্লাস্টিকের তৈরি খেলনা ব্যাগ তৈরি করে বহু মানুষ তা সংসার চালাচ্ছে। তাই যদি একেবারে প্লাস্টিক বন্ধ করে দেওয়া হয় তাহলে বহু মানুষের ক্ষতি হতে পারে। এখন উপায় একটি প্লাস্টিকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশ বা মানবজীবন কারোরই ক্ষতি না হয়। আসলে যে কণা দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হয় সেই কণাই যথেষ্ট ক্ষতিকর। যেহেতু এটাকে নষ্ট করে ফেলা যায় না, তাই এটি পরিবেশের ক্ষতি করে।

সম্প্রতি প্লাস্টিকের মোটা মোটা ব্যাগ বানিয়ে ক্ষতিকর পরিস্থিতির রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। তবে সেখানেও ব্যর্থ হতে হয়েছে। ফলে যা বোঝা যাচ্ছে তাতে পুরোপুরি প্লাস্টিকের (Plastic Bag) ব্যবহার বন্ধ না করলে ক্ষতি হতেই থাকবে। এই কারণেই কাপড়ের ব্যাগকে সস্তা এবং সহজলভ্য করে তুলতে হবে। যাতে প্রতিটি সাধারণ মানুষ কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারে সেই যোগ্য করে তুলতে হবে এবং সেভাবেই পরিকাঠামো গড়ে তুলতে হবে সরকারকে।