দেশের কোটি কোটি কৃষককে স্বস্তি দিয়ে দারুণ ঘোষণা করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারি তরফ থেকে দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে বছরে কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। আর্থিক সাহায্য দেওয়া হয় তিন ধাপে অর্থাৎ চার মাস অন্তর অন্তর।

চার মাস অন্তর অন্তর ২০০০ টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে এই আর্থিক সাহায্য এবার ১২ তম কিস্তি হিসাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে। এই টাকার জন্য দেশের কোটি কোটি কৃষক যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা তাকিয়ে রয়েছেন।

তবে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের সুবিধা নিতে হলে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকা পালন করতে হবে। প্রকল্পের আওতায় থাকা কৃষকদের কেওয়াইসি করতে হবে। আগে কেওয়াইসি করার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা এখন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই সময়সীমা এবার আগের তুলনায় বাড়ানো হলো যা কৃষকদের কাছে স্বস্তির খবর।

কেওয়াইসি করার জন্য প্রকল্পের আওতায় থাকা কৃষকদের www.pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যে Farmers Corner নামে বিকল্প রয়েছে সেটি বেছে নেওয়ার পর eKYC অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে নিজের আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে Search অপশনে ক্লিক করতে হবে।

এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর নির্দিষ্ট জায়গায় দিয়ে ওটিপি নিতে হবে এবং সেই ওটিপি নির্দিষ্ট স্থানে দিতে হবে। এই ই-কেওয়াইসি চালু করার পর সেই সকল কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে যারা আয়কর জমা দেন, যারা মারা গিয়েছেন অথবা কোন সাংবিধানিক পদে রয়েছেন। তারা এই প্রকল্পের জন্য অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এবং তারা এতদিন যে টাকা পেয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে।