PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪৬ দিনের এফডিতে ২ লক্ষ টাকা রাখলে মেয়াদ পূর্ণ হলে কত টাকা হাতে আসবে জানেন?

ভবিষ্যতের কথা মাথায় রেখে মানুষ তার জমানো অর্থ সঞ্চয় করতে তা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। যাতে তা বিনিয়োগ করে মোটা টাকার সুদ তারা বছরের শেষে বা মেয়াদ শেষে পেতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হল দেশের তৃতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক। অন্যান্য ব্যাংকের তুলনায় মেয়াদ শেষে গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ওপর ভাল সুদ প্রদান করে এই ব্যাঙ্ক।

সাধারণত বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম হল ফিক্সড ডিপোজিট সহজ কথায় যাকে বলে এফডি। বলাবাহুল্য, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে মোটা অংকের টাকা সুদ পেলেও এই দুটি মাধ্যমই বেশ ঝুঁকিপূর্ণ। এর ফলে অধিকাংশ মানুষই বিনিয়োগের মাধ্যম হিসেবে চোখ বন্ধ করে ভরসা করেন ফিক্সড ডিপোজিট বা এফডি-কে। এর অন্যতম বড় সুবিধাটি হল এটি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত নিরাপদ একটি মাধ্যম। মেয়াদ শেষে মোটা অংকের টাকা সুদ ঢুকে যায় বিনিয়োগকারীদের পকেটে। শেয়ার বাজারের মতো উত্থান পতন ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে যেহেতু দেখা যায় না তাই এটি ঝুঁকিপূর্ণ একেবারেই নয়।

আরও পড়ুন: Sugar Effect: চিনি খান না শাহরুখ থেকে জন! টানা ১৪ দিন চিনি না খেলে কী লাভ হয় জেনে নিন

সাধারণত ফিক্সড ডিপোজিটের ওপর বিভিন্ন ব্যাংক গ্রাহকদের বিভিন্ন রকম হারে সুদ দিয়ে থাকে। বিশেষত প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদের হার উপভোগ করেন ফিক্সড ডিপোজিটে। অন্যদিকে প্রয়োজন অনুসারে এফডির সাপেক্ষে ঋণ নিতে পারেন বিনিয়োগকারীরা। পিএনবি-র ফিক্সড ডিপোজিট প্রসঙ্গে বলতে গেলে মূলত এই স্কিমটিতে ২ লক্ষ টাকা রাখলে মাত্র দিনের মেয়াদে সুদ প্রদান করা হচ্ছে বিনিয়োগকারীদের।বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এফডির পরিমাণ বুঝে তার ওপর গ্রাহকদের ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ হারে সুদ প্রদান করে। তবে ৪৬ দিন মেয়াদের এই এফডিতে সাধারণ নাগরিকদের ৪.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। আবার ৪৬ দিনের মেয়াদে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে এই ব্যাংকের তরফে।

একজন সাধারণ নাগরিক যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪৬ দিনের মেয়াদের এই এফডিতে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হিসাব করলে দেখা যায় মেয়াদ পূর্ন হলে সাধারণ বিনিয়োগকারী সুদ সমেত হাতে পাবেন মোট ২,০১,১৩১ টাকা। অন্যদিকে, একই দিনের মেয়াদে একজন প্রবীণ নাগরিক যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একই অর্থ বিনিয়োগ করেন তাহলে হিসাব করলে দেখা যায় মেয়াদ পূর্ন হলে বিনিয়োগকারী সুদ সমেত হাতে পাবেন মোট ২,০১,২৫৬ টাকা।