লাগবে না ইন্টারনেট, SMS-এর মাধ্যমেই টাকা পাঠাতে পারবেন PNB গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবার তাদের গ্রাহকদের জন্য এমন এক ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এলো যাতে করে গ্রাহকদের আর প্রয়োজন হবে না ইন্টারনেটের। এসএমএসের মাধ্যমে এই ব্যাঙ্কের গ্রাহকরা সমস্ত রকম ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন। এমনকি এসএমএসের মাধ্যমে পাঠানো যাবে টাকা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, আগেই ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট পাওয়া ইত্যাদি পরিষেবা এসএমএসের মাধ্যমে পাওয়া যেত। আর এখন ফান্ড ট্রান্সফার করার মত সুবিধাও হবে এসএমএসের মাধ্যমে। এর জন্য তাদের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে পদ্ধতি অনুযায়ী এসএমএস করতে হবে।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা এসএমএস পদ্ধতিতে ৫,০০০ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফারের জন্য গ্রাহকদের তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘SLFTRF (space) FROM A/C (space) TO A/C (space) AMOUNT’ লিখে পাঠাতে হবে ৫৬০৭০৪০ নম্বরে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে ২৪x৭ এই পরিষেবা পাবেন ব্যাঙ্কের গ্রাহকরা।

এর পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কের মতো এই ব্যাঙ্কের গ্রাহকরাও এসএমএসের মাধ্যমে ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট, চেক স্টেটাস, চেক পেমেন্ট আটকানো ইত্যাদি পরিষেবা পেয়ে থাকেন।