Pohela Baishakh Special Saree: বাজার কাঁপাচ্ছে ৪ শাড়ি! পয়লা বৈশাখের আগে রমরমিয়ে বিক্রি হচ্ছে দোকানে দোকানে

Pohela Boishakh Special Saree is being sold in stores before Pohela Boishakh: বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে চৈত্র সেল। কেনাকাটা প্রিয় মানুষেরা নিজেদের শখের জিনিসগুলো কিনতে ভিড় জমাতে শুরু করেছেন বাজারে। তার ওপর সামনে পহেলা বৈশাখ (Pohela Baishakh Special Saree)। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বাঙালি মেয়েদের শাড়িতে একটু বেশিই সুন্দরী লাগে। আর তাই বাঙ্গালী মেয়েদের শাড়ির প্রতি একটু বেশি ঝোঁকও থাকে। চলুন জেনে নেওয়া যাক এবছর কোন শাড়ি গুলি চৈত্র সেলের বাজার কাঁপাচ্ছে।

প্রথমেই বলবো খাদির শাড়ির কথা। খাদির সুতির শাড়ি গুলি যেমন আরামদায়ক, তেমনই স্টাইলিশ। প্রত্যেকটা মেয়ের কাছেই খাদির শাড়ির একটা না একটা কালেকশন রয়েছে। তবে এ বছর আরো বেশ কিছু নতুন কালেকশন বাজারে এসেছে, আর তা সংগ্রহ করতে নারীদের ভীড় উপচে পড়ছে বাজারে। পহেলা বৈশাখে (Pohela Baishakh Special Saree) আবহাওয়ার সাথে মানিয়ে ফ্যাশন করার জন্য খাদির সুতির শাড়ি আপনার কালেকশনে রাখাই উচিত।

শাড়ির বাজারে বাংলার তাঁত শিল্প শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। বাঙ্গালীদের ঘরে তাঁত বা জামদানি জাতীয় শাড়ি থাকবে না এটা হতেই পারে না। প্রতিবারের মতন এবারও তাঁত জামদানির বাজার দর তুঙ্গে। অল্প দামে নিত্যনতুন তাঁত জামদানি কিনতে আগ্রহ প্রকাশ করছে বাঙালি মহিলারা। জরির কাজ করা বা সুতোর কাজ করা বিভিন্ন ধরনের আকর্ষণীয় তাঁত জামদানি বাজার কাঁপাচ্ছে।

আরও পড়ুন 👉 Bengali New Year 2024: ১৪ না ১৫! কত এপ্রিল পয়লা বৈশাখ! সঠিকটা না জানলে ভেস্তে যাবে সব প্ল্যান

এরপরই রমরমিয়ে ব্যবসা করছে হ্যান্ডলুম শাড়ি গুলি। এই শাড়ি গুলি যেমন বাজেট ফ্রেন্ডলি তেমনই আরামদায়ক। তার উপরে আবার চৈত্র সেল চলছে বলে কথা, শাড়িতে ব্যাপক ছাড় পাচ্ছে ক্রেতারা। আর তার জন্যই কম দামে নিত্য নতুন ডিজাইনার হ্যান্ডলুম শাড়ি নিজেদের সংগ্রহে জমা করতে দেরি করতে চাইছেন না কেউই।

এরপর আসা যাক আমার আপনার ঘরের শাড়ি সুতির ছাপা শাড়ির কথায়। এই ধরনের শাড়ির সাথে বাঙালি নারীদের পরিচয় যুগ যুগান্তরের। বিশেষ অনুষ্ঠানে পড়ার জন্য সুন্দর ডিজাইনের শাড়ি তো রয়েছেই, তাছাড়াও এই শাড়ি গুলি সব থেকে বেশি ব্যবহৃত হয় নিত্যদিন ঘরে ব্যবহার করার জন্য। এই শাড়ি গুলি এতটাই আরামদায়ক হয় যে এই শাড়ি পড়ে ঘরের কাজ করতে কোন অসুবিধা হয় না আমাদের মা-বোনদের। তাই শুধু গরম নয় সারা বছরই এই শাড়ির চাহিদা থাকে মহিলা মহলে। আর পহেলা বৈশাখের (Pohela Baishakh Special Saree) আগে চৈত্র সেলের সময় কম দামে বেশ কিছু শাড়ি যদি নিজের সংগ্রহে রেখে দেওয়া যায় তাহলে আর চিন্তা কি!