আত্মীয়ের খোঁজে মৃত ভিক্ষুখের বাড়িতে পুলিশ! সম্পত্তি দেখে ‘সামাল সামাল’

নিজস্ব প্রতিবেদন : ভিক্ষা করে জীবন যাপন করলেও অঢেল সম্পত্তির মালিক হয়েছিলেন এক ভিখারি, তার পর্দা ফাঁস হলো যখন পুলিশ তার আত্মীয় খোঁজে তার বাড়িতে যায়। ওই ভিক্ষুকের ৪ ই অক্টোবর রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।

বীরজু চন্দ্র আজাদ নামে মৃত ওই ভিখারির বাড়িতে গিয়েই পুলিশের চক্ষু চড়কগাছ। বিভিন্ন ব্যাঙ্কে ওই ভিখারির নামে রয়েছে ৮ লাখ ৭৭ হাজার টাকার ফিক্স ডিপোজিট, শুধু তাই নয় বাড়িতে পাওয়া গিয়েছে দেড় লক্ষ টাকার নগদ ক্যাশ খুচরো আকারে। যা গুনতে পুলিশের ৮ ঘণ্টার বেশি সময় লেগেছে।

দক্ষিণ-পূর্ব মুম্বাইয়ের গোভান্দির একটি বস্তি এলাকায় ওই ভিখারি একাই থাকতেন। তার বাড়িতে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের খোঁজ পেয়েছে পুলিশ। পুরো ঘরটি খবরের কাগজ এবং পলিথিন ব্যাগে ভর্তি ছিল।

পুলিশ আধিকারিকের এক কর্তা জানান, “গোভান্দি ও মনখুর্দ স্টেশনের মাঝে রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় মারা যান বীরজু চন্দ্র আজাদের। এরপর তাঁর আত্মীয়দের খোঁজ করতে গিয়ে তাঁর বাড়ি পৌঁছায় পুলিশ৷ সেখানেই এত টাকা দেখে চমকে যায় পুলিশ৷ বহুদিন ধরে তিনি টাকা সঞ্চয় করছিলেন ওই ভিখারি বলে মনে করা হচ্ছে।”

ফিক্স ডিপোজিটগুলি নিরাপদে রাখতে পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করবে বলে জানা গেছে৷ পাশাপাশি বীরজুর আত্মীয় বা পরিবারের সদস্যদেরও খোঁজ চালাবে পুলিশ।