বঙ্গ থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। সামনেই গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে যে জিনিসটির চাহিদা সবচেয়ে বেশি থাকে তা হল শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এয়ার কন্ডিশনার। আগে যেখানে এসি থাকা একরকম বিলাসিতা ছিল, এখন তাই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যার প্রধান কারণ গ্লোবাল ওয়ারমিং। তীব্র গরমের জেরে ধনী থেকে মধ্যবিত্ত সকলের ঘরেই এখন এসির দেখা মেলে।
বাজারে নানান দামের নানান মানের এসি পাওয়া যায়। কোনটা কেনা ভালো তা অনেকসময় বুঝে উঠতে পারে না মানুষজন। তবে এবার এই সমস্যা মেটাতে এমন এক এসির সন্ধান দেবো যা ঘরের কেবল এক জায়গাকেই ঠান্ডা রাখেনা বরং আপনি চাইলে এটিকে অন্যস্থানেও নিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: Hyperloop Train: ম্যাজিকের গতিতে ছুটবে ট্রেন! চোখের পলক ফেলতেই পৌঁছে যাবেন কলকাতা থেকে বারাণসী
সাধারণ এসিগুলি নির্দিষ্ট একটি ঘরে ইন্সটলের প্রয়োজন হয়। তাই যেকোনো একটি ঘরেই এসির ঠান্ডা বাতাস সীমাবদ্ধ থাকে। অনেকে আবার ভাড়া বাড়িতে থাকেন। সেই সময় সাধারণ এসি বারবার খুলতে হয়। অনেক সময় কিছু বাড়িয়ালা ঘরে এসি লাগাতেও দেয় না। কিন্তু এই প্রতিবেদনে এমন এক এসি সম্পর্কে আপনাদের জানাবো যে মেশিন ইনস্টলেশনের কোন ঝামেলা নেই। সাধারণ এসির মতো এক জায়গায় ফিট না করে আপনার প্রয়োজন অনুসারে যে কোন ঘরে ইন্সটল করতে পারেন অনায়াসেই।
বাজারে অনেক নামীদামী এসি থাকলেও এই নতুন এসিটির জুড়ি মেলা ভার। কারণ এটি আপনার চাহিদা মতো যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। যা আপনার সারা বাড়িকেই ঠান্ডা রাখবে। আপনি এই পোর্টেবল এসি অন হুইলও কম দামে একটি আকর্ষণীয় ছাড়ের সঙ্গে কিনতে পারেন। আর একটু দাম বাড়ার আগেই লাগিয়ে ফেলুন এই এসিটি আপনার বাড়িতে।
এই এয়ার কন্ডিশনারগুলি হাফ বা এক টন হয়ে থাকে। এই এসিটিতে একটি লম্বা পাইপ লাগানো আছে যেটি ঘরের গরম বাতাসকে ঘর থেকে বাইরে বের করে দেয়। বাজারে এখন অনেক কোম্পানির পোর্টেবেল হুইল এসি পাবেন। এর মধ্যে রয়েছে বহু পরিচিত কোম্পানি ব্লুস্টার, ভোল্টাস, ফিলিপস ও উষার মতো কোম্পানির এসি।
এই এসির দাম কত জানেন?
ভালো কোম্পানির বিশেষ এই এসি মেশিনের দাম সাধ্যের মধ্যেই। ৩২ হাজার থেকে শুরু হচ্ছে দাম। যা এসিটির গুণগত মান অনুযায়ী আরও বাড়তে পারে। অনলাইন থেকে কিনলেও বিশেষ ছাড় পাওয়া যাবে। খুব সহজেই কুলারের মতো এই এসি ঘরের যেকোনো জায়গায় লাগাতে পারবেন।