Viral Post on X: ছেলেরা মোবাইল ছাড়ছে না! দেখে নিন এই মহিলার ভাইরাল নিয়ম

The post of the strange agreement to rid the child of mobile addiction has gone viral on X: বর্তমানে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ খুব সহজেই করা যায়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে কোন কাজ সোশ্যাল মিডিয়া দৌলতে এক নিমেষের মধ্যে সম্পন্ন হতে পারে। তাই এর গুরুত্ব অপরিসীম। শিক্ষা, ব্যবসা, বিনোদন সবকিছুই সম্ভব এর দ্বারা। তবে আপনি কি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত? কিংবা সীমা ছাড়িয়ে ব্যবহার করছেন তাহলে এর ফল আপনাকে পেতে হবে। একটি পোস্ট সম্প্রতি সাড়া ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়াতে (Viral Post on X)।

সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ক্ষতি করে। অনেকে মানুষিক রোগীতেও পর্যন্ত পরিণত হতে পারে। কিন্তু এই কঠিন সমস্যা এড়ানোর উপায় কি? এই সমস্যা থেকে বাঁচতে এক মহিলা তার পরিবারে কিছু কঠোর নিয়ম জারি করেছে। সেই নিয়ম মানতে হবে সকলকেই। যদি সেই নিয়ম কেউ না মানে তাহলে তাদের পেতে হবে কঠোর শাস্তি। সেই মহিলার তৈরি করার নিয়ম গুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে (Viral Post on X)।

সাধারণত কারোর বাড়িতেই এই নিয়ম পালন করা হয় কিনা সন্দেহ। কিন্তু এই মহিলার নিয়মগুলো এতই অনন্য যে আপনি চাইলেই তা বাড়িতে পালন করতে পারবেন। সব থেকে মজাদার বিষয় হলো মহিলা সেই নিয়মগুলোকে ৫০ টাকার স্ট্যাম্প পেপারে লিখেছেন। বাড়ির ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্যই মহিলার এই অদ্ভুত প্রয়াস। সেটাই নেট দুনিয়াতে আলোড়ন ফেলে দিয়েছে (Viral Post on X)।

আরও পড়ুন 👉 D2M Service: লাগবে না ইন্টারনেট, সিমকার্ড! এবার মোবাইলে এমনিতেই চলবে টিভি, সিরিয়াল, বড় পরিকল্পনা কেন্দ্রের

এবার জানতে হবে কি সেই নিয়মগুলো? খাওয়ার সময় ফোন ব্যবহার করা যাবে না। ফোনটি ডাইনিং টেবিল থেকে অন্তত ২০ ধাপ দূরে রাখতে হবে। এমনকি সকালে ঘুম থেকে ওঠার পর কখনোই ফোন দেখবেন না বরং বারান্দায় দাঁড়িয়ে সূর্য নারায়ণের দর্শন নিন। আবার বাথরুমে যাওয়ার সময় নিজের ফোন ভিতরে নেবেন না। এই নিয়মগুলোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Viral Post on X)।

কঠোর শাস্তি না দিলে কেউ কোনো নিয়ম মানবে না তাই তিনি শাস্তির ব্যবস্থাও করেছেন। পরিবারের সকলকেই এই নিয়ম মানতে হবে। যে এই নিয়ম মানবেন না তাকে এক সপ্তাহের জন্য বাইরের খাবার খেতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি Zomato ও Swiggy নিষিদ্ধ করবেন শাস্তি হিসাবে। তাই ভয় পেয়ে এইসব নিয়মগুলি পরিবারের সকলকে মানতেই হবে। আপনিও কি করতে চান এই ধরনের কাজ?