স্বল্প সঞ্চয়ের সুদের হার বাড়িয়ে দিল কেন্দ্র! দেখে নিন এখন কত পাবেন

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বিনিয়োগকারীরই স্বপ্ন তাদের জমানো অর্থে যেন বেশি সুদ (Interest) পাওয়া যায়। সময়ের পরিপ্রেক্ষিতে আর্থিক সংস্থাগুলি এবং বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সঙ্গে যুক্তদের তরফ থেকে গ্রাহকদের চাহিদা মত সুদের পরিমাণ বৃদ্ধিও করা হয়। ঠিক সেই রকমই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি করা হলো। ঠিক পুজোর আগে এই সুখবর দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের।

উৎসবের মরশুম শুরু হওয়ার আগে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সুখবর দেওয়া হয়েছে এবং এই সুখবর সেই সকল ব্যক্তিদের কাছে বড় খবর হয়ে দাঁড়িয়েছে যারা বিনিয়োগ করতে আগ্রহী। কেন্দ্রের তরফ থেকে সুদ নিয়ে যে ঘোষণা করা হয়েছে তাতে উপকৃত হবেন সেই সকল বিনিয়োগকারীরা যারা রেকর্ডিং ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন। পুজোর আগে কেন্দ্র সরকারের এই ঘোষণায় গরিব থেকে বড়লোক প্রত্যেক শ্রেণীর মানুষের উপকৃত হবেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে (RD) সুদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে সকল বিনিয়োগকারীরা পোস্ট অফিসে রেকর্ডিং ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তারা এবার বাড়তি সুদ পাবেন। নতুন যে সুদের হার ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী কত সুদ পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এবার পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে যারা বিনিয়োগ করবেন তারা বার্ষিক ৬.৭% সুদ পাবেন। আগে এই স্কিমে সুদের পরিমাণ ছিল ৪ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই সুদের পরিমাণ বাড়ছে বিনিয়োগকারীদের। এক্ষেত্রে কোন ব্যক্তি যদি প্রতিমাসে ১০০০ টাকা করে সঞ্চয় করেন তাহলে পাঁচ বছর পর তার জমানো মূলধনের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। কিন্তু তিনি সুদ সহ ফেরত পাবেন ৭১ হাজার ৩৬৯ টাকা। অর্থাৎ তিনি ১১ হাজার ৩৬৯ টাকা বাড়তি পাচ্ছেন।

অন্যদিকে রেকর্ডিং ডিপোজিটে জমা করা অর্থের ওপর সুদের পরিমাণ বৃদ্ধি করা হলেও অন্যান্য যে সকল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে সেগুলিতেও আশা করা হয়েছিল সুদের পরিমাণ বৃদ্ধি করা হবে। কিন্তু তা করা হয়নি। এর ফলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি স্কিমের মতো স্কিমগুলির সুদ আগের মতই থেকে গেল।