খালি গলায় দেশাত্মবোধক গান গেয়ে নজর কাড়লো খুদে, কুর্ণিশ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : ২০০ বছরের ব্রিটিশ পরাধীনতাকে দূরে সরিয়ে আমরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি। বহু কষ্টের ফলে আসা এই স্বাধীনতার দিনটিকে আমরা প্রতি বছর সাড়ম্বরে পালন করে থাকি। তাই দেশাত্মবোধক গান, ধ্বনি অথবা অন্যকিছু আমাদের কানে এলেই তা আমাদের নাড়া দেয়। আমরা মুহূর্তের মধ্যে সব কিছুকে ভুলে যায়।

চলতি বছর দিন কয়েক আগেই পেরিয়েছে এই স্বাধীনতা দিবস। তবে এবছর করোনাকালে সেই ভাবে আমরা দিনটিকে পালন করতে পারিনি। নিজের নিজের সাধ্যমত যে যার বাড়িতে থেকে দিনটিকে পালন করার চেষ্টা করেছি, সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি। ঠিক তেমনই এক খুদে গৃহবন্দি অবস্থায় দেশকে সম্মান দেওয়ার জন্য দেশাত্মবোধক গান গেয়ে তাক লাগিয়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। তারা খালি গলাতেই মিষ্টি সুরে ফুটে উঠেছে ‘তেরি মিট্টি’ গানটি। আর এই গান শুনে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ওই খুদে গায়িকাকে কুর্নিশ জানানোর পাশাপাশি মুগ্ধ হয়েছেন।

কোন রকম বাদ্যযন্ত্র ছাড়াই এমন মিষ্টি সুরে গান গাওয়া এই খুদে গায়িকার বয়স বড়জোর তিন বছর। তবে যে ভঙ্গিমায় এবং যে সুরে সে এই গান গেয়েছে তার সত্যিই নজর কাড়ার মতো। খুদে এই শিল্পীর নাম প্রজ্ঞা মেধা সরকার। তবে শুধু এই গান সে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের নজর কেড়েছে এমনটা নয়, তার গলায় একের পর এক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।