অবশেষে এই দিন থেকে খুলছে প্রাথমিক স্কুল, নির্দেশিকা জারি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : সেই ২০২০ সালের গোড়া থেকে বন্ধ রয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। দেখতে দেখতে যখন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে পঠন-পাঠন দু’বছর পার করলো সেই সময় পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, বর্ণপরিচয় ভুলতে বসেছেন অধিকাংশ পড়ুয়া। তবে এমত অবস্থায় এবার সুখবর দিল রাজ্য সরকার।

রাজ্যে সম্প্রতি করোনা সংক্রমণ কমতে থাকাই অবশেষে রাজ্য সরকার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সোমবার এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে খুলে দেওয়া হবে প্রাথমিক স্কুল এবং অঙ্গনওয়াড়ি বিভাগ। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও জারি থাকছে কঠোর কোভিধবিধি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিলেন। ইঙ্গিত দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে প্রাথমিক স্কুলের পঠন পাঠন শুরু করা হবে। খুব তাড়াতাড়ি এই প্রথম প্রথম শুরু করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেই মোতাবেক ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়েই প্রাথমিক স্কুল খোলা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে সোমবার রাজ্যে নতুন করে যে করোনা বিধিনিষেধ জারি করা হয়েছে তাতে অনেক শিথিলতা আনা হয়েছে। এখন থেকে নাইট কার্ফু জারি করা হবে রাত্রি বারোটা থেকে এবং তা চলবে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত। এই সময় জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না।

তবে রাজ্য সরকারের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের অধিকাংশ বাসিন্দা। কারণ দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। তাদের পড়াশোনা এখন একেবারেই লাটে উঠেছে বলা যেতে পারে। এমত অবস্থায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত তাদের পুরাতন ছন্দে ফিরিয়ে আনবে।