অনলাইনেই হবে Driving License আবেদন থেকে রিনিউ, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : বর্তমান অত্যাধুনিক যুগে বেশিরভাগ পরিষেবাকে ডিজিটাল মাধ্যমের সাথে সংযুক্ত করার পাশাপাশি এবার Driving License সংক্রান্ত একাধিক পরিষেবাকে কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইনে এক ছাদের তলায় আনা হয়েছে। যেখানে নতুন Driving License-এর আবেদন থেকে রিনিউ সহ একাধিক পরিষেবা লাভ করতে পারবেন নাগরিকরা।

অনলাইনে Driving License-এর অথবা রিনিউ পদ্ধতি

অনলাইনে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন অথবা আপনার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য প্রথমেই যেতে হবে কেন্দ্রীয় পরিবহন বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট parivahan.gov.in -এ।

সেখানে Driving License
Related Services অপশনটি বেছে নিতে হবে। তারপর বেছে নিতে হবে আপনার রাজ্য।

এর পরেই আপনাকে যেতে হবে Licence-Menu -তে। যেখানে Learner Licence, Driving Licence সহ একাধিক অপশন লক্ষ্য করা যাবে।

এখন আপনি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজ অনলাইনে করাতে চাইলে Driving Licence বিকল্প বেছে নিতে হবে। যেখানে আবার রয়েছে New Driving Licence, Services On DL (Renewal/Duplicate/AEDL/Others) সহ একাধিক সাব-ক্যাটাগরি।

নিজের চাহিদা মত অপশন বেছে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করাতে হলে Services On DL (Renewal/Duplicate/AEDL/Others) অপশন বেছে নিতে হবে।

পরবর্তী পেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে কি কি ডকুমেন্ট অথবা প্রয়োজনীয় তথ্য প্রয়োজন। সেখানেই রয়েছে Continue বটন। যেখানে ক্লিক করে পরের পেজে যেতে হবে।

পরের পেজে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জন্মতারিখ চাওয়া হবে। সেগুলি দেওয়ার পর Get DL Details অপশনে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দেখিয়ে দেওয়া হবে।

সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পেমেন্ট করতে হবে এবং স্লট বুকিং করে একবার নিকটবর্তী আরটিও-র কাছে গিয়ে বায়োমেট্রিক এবং ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নিতে হবে।

ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন

ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য এক্সপায়ার্ড অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের ছবি, পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। পাশাপাশি কারোর বয়স চল্লিশের বেশি হলে তাকে চিকিৎসকের থেকে ফর্ম-১এ ফিলাপ করিয়ে নিতে হবে।

ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর ৩০ দিন সময় পাওয়া যায়। ৩০ দিন পর রিনিউ করালে সে ক্ষেত্রে ফাইন গুনতে হয় চালককে। অন্যদিকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নম্বর দেওয়ার পর যদি কোন ডিটেইল দেখতে না পাওয়া যায় সেক্ষেত্রে চালককে নিকটবর্তী আরটিও-র কাছে গিয়ে নিজের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করাতে হবে।