লাল্টু: আতঙ্কবাদীদের ধর্ম হয় না। এতদিন পর্যন্ত এমনটাই বারবার শোনা গিয়েছে। কিন্তু এবার কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের উপর নির্বিচারে গুলি চালালো জঙ্গিরা তা অত্যন্ত লজ্জাজনক। এমনটাই দাবি করে এবার বীরভূমের দুবরাজপুরে সাধারণ মানুষেরা পা মেলালেন মৌন মিছিলে।
কাশ্মীরের পহেলগাঁওয়ের এমন ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষেরা বৃহস্পতিবার কালো ব্যাচ পরে মৌন মিছিলে সামিল হন। আর এই মৌন মিছিল থেকেই তারা সরকারের কাছে আবেদন জানান, যাতে এই ঘটনার প্রতিবাদে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় সরকার।
আরও পড়ুন: লোডশেডিংয়ের জ্বালা! রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ খোদ কাউন্সিলের
কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে এদিন দুবরাজপুরের সারদা ফুটবল ময়দান থেকে মৌন মিছিল শুরু হয় এবং সেই মৌন মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে পথিকৃৎ ময়দানে শেষ হয়। মৌন মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই মৌন মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আবার কয়েকজন ছিলেন প্রাক্তন সেনা কর্মী।
প্রাক্তন সেনা কর্মীদের তরফেই দাবি করা হয়েছে, ধর্ম বেছে বেছে এমন নিষ্ঠুর ভাবে পর্যটকদের উপর গুলি চালানো তারা মোটেই মেনে নিতে পারছেন না।