Nanur: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নানুরে ফের একবার রাস্তা নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল এলাকার বাসিন্দাদের। এবার রীতিমতো রাস্তায় ধান পুঁতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যদিও এর আগে একবার কাজল শেখ জানিয়েছিলেন, এসব বিক্ষোভ-টিক্ষোভ দেখিয়ে কিছু হবে না, লিখিতভাবে অভিযোগ দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতী তথা তৃণমূল নেতা কাজল শেখের গড় হিসাবে পরিচিত নানুর (Nanur) বিধানসভার সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় ১০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা বলে অভিযোগ বাসিন্দাদের। ভোট এলেই নেতা মন্ত্রীরা রাস্তা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার রাস্তায় ধান পুঁতে প্রতিবাদ জানান বাসিন্দারা।
ওই গ্রামেই বাড়ি এলাকার তৃণমূল পরিচালিত থুপসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জামারুল রাস্তা খারাপের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন জেলা পরিষদের জানানোর পর প্ল্যান এলেও কাজ হয়নি।
আরও পড়ুন: অসম্ভব সুন্দর! এলাকায় প্রথম! বীরভূমে উদ্ধার ভিন রাজ্যের কাঁড় সাপ
যে রাস্তার বিষয়টি তুলে ধরা হচ্ছে সেই রাস্তার অবস্থা সত্যিই শোচনীয়। এমনকি ওই রাস্তার পাশেই রয়েছে একটি পুকুর। পুকুর ও রাস্তায় এক প্রকার একসঙ্গে মিশে যাওয়াই ছোট ছোট ছেলেমেয়েদের ওই রাস্তার উপর দিয়ে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।