Dear Lottery: লটারি টিকিট কেটে রেজাল্ট বেরোতেই থানায় ছুটে গেলেন ঠিকাদার

এখন রাজ্য জুড়েই রমরমিয়ে বিক্রি হচ্ছে লটারির টিকিট। রাজ্যজুড়ে রমরমিয়ে যে লটারির টিকিটের ব্যবসা চলছে তা হল ডিয়ার লটারি। ডিয়ার লটারির দৌলতে এখন অনেকেই রয়েছেন যারা প্রতিদিনই কোটিপতি হচ্ছেন। তবে এবার এই ডিয়ার লটারি কেটে, সেই লটারির টিকিটের রেজাল্ট বেরোতেই এক ঠিকাদারকে থানায় ছুটে যেতে দেখা গেল। ঠিকাদারের থানায় ছুটে যাওয়ার এমন ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়।

পুরুলিয়ার হুড়া এলাকার আমঘাটা গ্রামের ঠিকাদার পার্থজিৎ মাহাতো শনিবার দুপুরবেলায় ১৫০ টাকার ডিয়ার লটারির টিকিট কিনেছিলেন। তিনি কুলগোড়া থেকে ওই টিকিট কিনেছিলেন। ওই টিকিটের রেজাল্ট বের হয় রাতে। আর তারপরই তাকে থানায় যেতে দেখা যায়। টিকিটের রেজাল্ট বের হওয়ার পর যেন তিনি থানায় ছুটলেন?

আরও পড়ুন: Gaddafi Stadium: ১২৮০ কোটির গদ্দাফি স্টেডিয়ামে ছাদ চুঁইয়ে পড়ছে জল

ওই ঠিকাদার জানিয়েছেন, তিনি যে লটারির টিকিট কিনেছিলেন সেই টিকিটের খেলা হয় রাত আটটার সময়। রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় তার কাটা টিকিটে প্রথম পুরস্কার হিসেবে লেগেছে এক কোটি টাকা। প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লাগার খবর পেতেই তিনি আনন্দে আটখানা হয়ে ওঠেন। আর এরই সঙ্গে সঙ্গে তার মধ্যে ভয় দানা বাঁধতে শুরু করে। আর সেই ভয় থেকেই তিনি ছুটে যান থানায়।

এক কোটি টাকা লাগার খবর ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তি মূলত ভয়ে ছিলেন, যদি কেউ তার ওই টিকিট কেড়ে নেন। আর সেই ভয় থেকেই তিনি বন্ধুর চার চাকায় থানায় পৌঁছে যান এবং সেখানে মালখানায় থাকেন। পাশাপাশি ওই দিন রাতে থামাতে তার বন্ধু, দাদা থেকে যান। পরবর্তীতে পুলিশ তাদের সমস্ত রকম সহযোগিতা করে ওই টিকিটের টাকা ভাঙ্গানোর জন্য বন্দোবস্ত করে।

ওই ব্যক্তি ঠিকাদার হলেও তিনি জানিয়েছেন তার কাছে সেই ভাবে পুঁজি ছিল না। যে কারণে তিনি ছোট ছোট যে সকল সরকারি কাজ রয়েছে সেগুলি ছাড়া বড় কাজে হাত দিতে পারতেন না। তবে এখন তিনি এত এত টাকা পাওয়ার ফলে বড় বড় কাজ ধরতে পারবেন বলেই জানিয়েছেন।