RAC Ticket: হাতে RAC টিকিট থাকলেও মিলবে গোটা বেডরোল! ভারতীয় রেলের নয়া উদ্যোগ

ভারতীয় রেল যেন যাত্রীদের জন্য উপকারের পসরা সাজিয়ে বসেছে! দিন যত এগোচ্ছে ততই যেন ঝুলি থেকে একের পর এক নতুন উদ্যোগ বেরিয়ে আসছে। এবার থেকে ট্রেনে RAC টিকিট পেলেও আর কোনও চিন্তা নেই। গোটা পথ আর বসে কাটাতে হবে না। ভাবছেন কেন এমন বলছি? কারণ এবার ভারতীয় রেলের তরফে যাত্রীদের শান্তিতে ও স্বাচ্ছন্দে ভ্রমণে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।

কী কী রয়েছে সেই তালিকায়? যুগের সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছে রেলের পরিষেবা। এবার থেকে এসি বিশিষ্ট কোচগুলিতে যে সকল যাত্রীর RAC টিকিট থাকবে তারাও সম্পূর্ণ বেডরোলের পরিষেবা পাবেন। রেলের এই নয়া সিদ্ধান্তের আগে এসি কোচে RAC টিকিট যাদের থাকত তাদের দুই যাত্রীকে একই বিছানার বেডরোল এর সুবিধা প্রদান করা হত। স্বাভাবিকভাবেই তার ফলে ঝামেলা ঝনঝাঁট শুরু হয়েছিল। এই সমস্যা দ্রুত সমাধান করতে রেলের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিলে একবারে এলাহী আয়োজন! ২৪ টি পদ বানিয়ে চমকে দিল রাজনগরের স্কুল

এখন থেকে প্রত্যেক RAC যাত্রীকে একটি প্যাকেজড বেডরোল দেওয়া হবে। এটির মধ্যে দুটি বিছানার চাদর, একটি কম্বল, একটি বালিশ সহ একটি তোয়ালে থাকবে। তাই এবার থেকে দীর্ঘপথ RAC টিকিটধারী যাত্রীরা আরামে যাত্রা করতে পারবেন। এসি কোচে প্রত্যেক RAC যাত্রীর জন্য একটি সিল করা প্যাকেট দেওয়া হবে। প্যাকেটটি খুললেই বিছানার চাদর, বালিশ, কম্বল ও তোয়ালে পাবেন যাত্রীরা।

RAC টিকিট থাকা দুজন যাত্রীকেই এবার দুটো করে বিছানার চাদর প্রদান করা হবে যা দ্বন্দ্বের মুক্তি ঘটাবে। এসি কোচগুলিতে যাতায়াতের ক্ষেত্রে রাতের দিকে ঠান্ডা লাগে বৈকি। তাই ঠান্ডা থেকে মুক্তি পেতে কম্বল বেডরোল প্যাকেটে দেওয়া হবে। বলা বাহুল্য, রেলের এই নয়া সিদ্ধান্তকে সত্যি সাধুবাদ না জানিয়ে উপায় নেই।