Rail Update: বর্তমানে উন্নত ব্যবস্থাপনায় দূর-দূরান্তে ভ্রমণের পথ বেশ সহজ হয়ে গিয়েছে। বিমানপথ, জলপথ, সড়কপথ সমস্ত পথে মানুষ সহজেই পৌঁছে যাচ্ছে নিজেদের গন্তব্যস্থলে। তেমনি দেশের একটি ব্যস্ততম পথ হলো রেলপথ। যাকে ভারতের লাইফ লাইন বলা হয়। যে পথের ওপর নির্ভর করে নিত্যদিন ছুটে চলে দেশের বহু মানুষ। আর সেই যাত্রীদের জন্যই রেল কর্তৃপক্ষ তরফে নিচ্ছে নতুন নতুন ব্যবস্থা। তেমনি শিয়ালদা ডিভিশনের একটি লাইনের বিরাট কাজ সম্পন্ন হওয়ার খবর দিল রেল। মূলত শিয়ালদহ বিভাগের সেই রুটের নিত্য সফর যাত্রীদের জন্য এই সুখবর দিল রেল কর্তৃপক্ষ। কি সেই খুশির খবর? কোন লাইনে কি কাজ সম্পন্ন করেছে রেল?
সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে প্রকাশ্যে এসেছে একটি বিরাট ঘোষণা। যেখানে জানানো হয়েছে শিয়ালদহ বিভাগের নৈহাটি-হালিশহর লাইনের উন্নয়ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে (Rail Update)। তাও আবার নির্ধারিত সময়ের আগে। যা এই সংশ্লিষ্ট রুটের নিত্য রেল যাত্রীদের জন্য দুর্দান্ত খুশির খবর বয়ে এনেছে। কি কি আধুনিকীকরণ হয়েছে নৈহাটি টু হালিশহর লাইনে?
মূলত উন্নয়ন পরিকাঠামোকে আরো উন্নত করার লক্ষ্যই ছিল এই প্রকল্পের কাজ। যার ফলে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যতা পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। নৈহাটি-হালিশহর লাইনের কোন পয়েন্ট নম্বরে এই আধুনিকীকরণ হয়েছে? সেখানে কোন কোন জায়গার পরিস্থিতিই বা উন্নত হয়েছে? এই নিয়ে রেল কর্তৃপক্ষ তরফেই বা কি বলছে?
আরও পড়ুন: আবারও ৪ দিনের জন্য বন্ধ থাকবে এই রুটের মেট্রো চলাচল, কি কারনে এই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের?
সূত্রের খবর পয়েন্ট নম্বর ১৫৮A এবং ১৫৯এর আধুনিকীকরণ (Rail Update) হয়েছে এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে। যাত্রী নিরাপত্তা বৃদ্ধিতে উন্নত করা হয়েছে ট্র্যাক ও সিগন্যালিংয়ের ব্যবস্থা। ভারী রেলের মাধ্যমে ট্র্যাক নবীকরণ এবং ভূমি পুনর্গঠনের মতো বিশেষ কাজও সম্পন্ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। দুরন্ত গতিতে ট্রেন ছোটার জন্য বাড়ানো হয়েছে রেলের শক্তি ও স্থায়িত্ব। পাশাপাশি রেল পরিষেবা মসৃণ করতে প্রতিস্থাপন করা হয়েছে পুরনো পয়েন্টের।
তবে এই বিষয়ে শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, শিয়ালদহের নৈহাটি-হালিশহর রুটের এই বিরাট কাজ নিরাপত্তা ও দক্ষতার ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি (Rail Update)। আর এই উন্নয়নমূলক কাজের ফলে রেল তরফে আশা করা হচ্ছে আগামী দিনে এই লাইনের যাত্রী পরিষেবা আরো উন্নত হতে পারে বলে। যাত্রীদের ভোগান্তি কমতে পারে। তবে যাত্রীরা কতটা সুবিধা পায় সেটাই দেখার।