Railways are giving major benefits on Train tickets for Women: ভারতের গণপরিবহন ব্যবস্থার অন্যতম সেরা একটি মাধ্যম হল রেলপথ। ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেন। ভারতীয় রেল পরিবহন ব্যবস্থা যেমন দ্রুততম ঠিক তেমনি নিরাপদ ভাবে যাত্রীকে অন্য স্থানে পৌঁছে দিতে সক্ষম। এই কারণেই ভারতীয় রেল কে বর্তমানে দেশবাসীর লাইফ লাইন বলা হয়। সেই ব্রিটিশ আমল থেকে ভারতীয় রেলের জয়যাত্রা শুরু হওয়ার পর থেকে দেশবাসীর সুবিধার জন্য একের পর এক উন্নত ব্যবস্থা করে চলেছে ভারতীয় রেল। আর আজ ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা যাত্রী সুবিধার জন্য হয়ে উঠেছে অত্যন্ত সুবিধাজনক, স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক।
তবে আপনি কি জানেন মহিলাদের (Benefits on Train tickets) জন্য বিশেষ ব্যবস্থা করা আছে ভারতীয় রেলে? অবিবাহিত মহিলারা থেকে শুরু করে বয়স্ক মহিলারা পর্যন্ত প্রত্যেকে ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ সুবিধা লাভ করেন। দেখে নিন ভারতীয় রেল মহিলাদের জন্য সুযোগ সুবিধা গুলো কি কি বিশেষ ব্যবস্থা করেছে।
১) ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থার লোকাল ট্রেন গুলিতে মহিলাদের জন্য আলাদা কামরা থাকে। এছাড়াও মহিলাদের জন্য ট্রেনের প্রতিটি কোচে কিছু সংরক্ষিত আসন থাকে।
আরও পড়ুন ? Train Vacant Seats: কোথায় রয়েছে ট্রেনের খালি সিট! বাড়িতে বসেই সহজে জেনে নিন এইভাবে
২) অবিবাহিত মহিলারা যখন ট্রেনের রিজার্ভেশন এর টিকিট (Benefits on Train tickets) কাটেন তখন তাকে কখনোই এমন বগিতে দেওয়া হয় না যেখানে পুরুষ যাত্রীর আধিক্য বেশি। মহিলাদের সুরক্ষার জন্যই ভারতীয় রেলের তরফ থেকে এই বিষয়টিকে খতিয়ে দেখা হয়। অনলাইনে টিকিট বুক করলেও এই বিষয়টিকে মাথায় রেখে মহিলাদের টিকিটের রিজার্ভেশন গ্রহণ করা হয়।
৩) বয়স্ক মহিলাদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হয়। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ৫৮ বছরের বেশি বয়সী কোনো মহিলা ট্রেনের টিকিট (Benefits on Train tickets) বুক করলে টিকিট মূল্যের উপর তিনি ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন।
৪) টিকিট বুক করার ক্ষেত্রে ৪৫ বছরের বেশি বয়সের মহিলারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করেন। কোনো মহিলা যদি টিকিট বুক করার সময় ভুল করে বেশি টিকিট বুক করে ফেলেন তবে টিসির সাথে কথা বলে তা পরিবর্তন করে নেওয়া যায়।