মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ এই শ্রেণীর, আবেদন করতে লাগবে না ফি

শর্মিষ্ঠা চ্যাটার্জী : আপনি কি চাকরির আশায় দীর্ঘদিন বসে রয়েছেন? তবে এই প্রতিবেদনটি একেবারে আপনার জন্য উপযুক্ত। উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য এসেছে বিরাট সুখবর। মাধ্যমিক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তাও আবার আবেদন ফি ছাড়াই। তাই এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে ঝটপট জেনে নিন বিস্তারিত।

উত্তর-পূর্ব রেলওয়ের পক্ষ থেকে লেভেল ক্রসিং গেটে গেটম্যান পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। গেরম্যান পদের জন্য লখনউ এবং ইজ্জাতনগর এই দুটি বিভাগে মোট ৩২৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে পদগুলির ক্ষেত্রে প্রাক্তন সেনাদের নিয়োগ করা হবে।

এবার আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। উত্তর-পূর্ব রেলওয়ের ওয়েবসাইটে ner.indianrailways.gov.in এই নির্দিষ্ট সাইটে গেলেই প্রার্থী এই পদের সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী জেনে নিতে পারবেন অতি সহজেই।

২০ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। তার মধ্যে প্রার্থীকে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রসঙ্গে উত্তর-পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, এই পদের জন্য আগ্রহী প্রাক্তন সৈনিকরা উপযুক্ত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে। বয়সের ক্ষেত্রে ১লা জুলাই ২০২২ এর মধ্যে প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন পত্র গৃহীত হবে। মাসিক বেতন ক্রম ধার্য করা হয়েছে গ্রেড পে হিসেবে, ১৮০০০, যা বর্তমানে হারে প্রায় ২৫০০০ টাকা হবে।