Ahmadpur Junction: টিকিট বুকিং এর বড় ঝামেলা শেষ হলো আহমেদপুর জংশনে। যে আহমেদপুর বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন হিসাবেই পরিচিত। তবে এই স্টেশনে টিকিট বুকিং এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো চার ও পাঁচ নম্বর প্লাটফর্মের যাত্রীদের। কেননা সেখানে কোন টিকিট কাউন্টার না থাকার ফলে যাত্রীদের মূলত প্ল্যাটফর্ম পরিবর্তন করে অন্য প্ল্যাটফর্মে আসতে হতো।
এমন সমস্যা থেকে যাতে যাত্রীরা রেহাই পান তার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। একাধিকবার তারা বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছেন। এছাড়াও গত ১০ এপ্রিল যখন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আহমেদপুর ও কাটোয়া জংশনে আসেন তখনও তাকে বিষয়টি নিয়ে জ্ঞাত করা হয়। অবশেষে এই সমস্যার সমাধান হল। এখন যাত্রীরা আহমেদপুর স্টেশনে (Ahmadpur Junction) নতুন একটি টিকিট কাউন্টার পেলেন, যে টিকিট কাউন্টারের ফলে চার ও পাঁচ নম্বর প্লাটফর্মের যাত্রীরা সহজেই টিকিট বুকিং করতে পারবেন।
আহমেদপুর স্টেশনের (Ahmadpur Junction) চার ও পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে মূলত কাটোয়া যাওয়ার ট্রেন ছাড়া হয়। ফলে যে সকল যাত্রীরা আহমেদপুর থেকে কাটোয়া যাওয়ার জন্য ট্রেনে চরেন তাদের ৭০০ মিটার দূরে মূল টিকিট কাউন্টারে এতদিন কষ্ট করে আসতে হতো। এবার আর তাদের কষ্ট পোহাতে হবে না।