আজ থেকে রাজ্যের এই সকল জেলায় বাড়বে বৃষ্টি, বইবে ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদন : তীব্র তাপপ্রবাহের পর কালবৈশাখী আর বৃষ্টি স্বস্তি এনেছে। রাজ্যের বেশকিছু জেলায় সকাল থেকে গরমের পর বিকেল হলেই কালবৈশাখী ও বৃষ্টির দেখা মিলছে। আবার বেশকিছু জেলার পরিস্থিতি বর্তমানে শুকনো অবস্থাতেই কাটছে। তবে এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সন্ধ্যার আগে বা পরে আগামী কয়েকদিন কালবৈশাখী এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে বেশ কিছু জেলাতে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যে সকল জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এছাড়াও বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল জেলায়।

তবে উত্তরবঙ্গে বৃষ্টি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সর্তকতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি হলেও গুমোট গরম থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীদের।

পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার ক্ষেত্রে ক্ষেত্রে বর্তমানে যেমন আবহাওয়া চলছে অর্থাৎ দিনে ভ্যাপসা গরম এবং বিকাল হলে বৃষ্টি, সেইরকমই পরিস্থিতি বজায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত বলে জানানো হয়েছে। তবে সর্বোপরি জেলায় জেলায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছর সময়ের বেশ কিছুটা আগে বর্ষার আগমন ঘটতে পারে রাজ্যে।