ভোটের আগে দল বদলের রাজনীতি! রাজনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

সামনেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের সরকারকে উৎখাত করে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে উঠে পড়ে নেমেছে বিজেপি। বিজেপির এমন লক্ষ্য যাতে পূরণ হয় তার জন্য ইতিমধ্যেই, তারা উঠে পড়ে নেমেছে ময়দানে। শুধু উঠে পড়ে নামা নয়, পাশাপাশি তৃণমূল থেকে তৃণমূল বৃতিষ্ণ কর্মী সমর্থকদের দলে টেনে তৃণমূলের টনক নড়াতে শুরু করে দিয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার বীরভূম জেলা বিজেপির তরফে সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগরের খুড়িগড় এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। যে জনসভার পরই রাজনগর ব্লকের কাষ্ঠগড়া গ্রামে তৃণমূলে ভাঙ্গন ধরালেন তারা।

আরও পড়ুনঃ কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বড় সাফল্য পুলিশের! ২৪ ঘন্টার মধ্যেই কাজ হাসিল অনেকটাই

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার নেতৃত্ব এবং রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের ১১০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তারা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সহ অন্যান্যরা।

যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা কেন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তরে তারা অবশ্য জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।