Ramadan Ration: চিনি, ছোলা, ময়দা! রমজান মাসে ভর্তুকিতে স্পেশাল প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার

শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস। ইংরেজি ৩০ মার্চ পর্যন্ত চলবে রমজান। প্রতিবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে রেশনে উপভোক্তাদের বাড়তি বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করে থাকে। ঠিক সেই রকমই এই বছরও রাজ্য সরকারের তরফে রমজান মাস উপলক্ষে ভর্তুকিতে রেশনে বেশ কিছু সামগ্রী যাওয়ার ঘোষণা করল। রাজ্য সরকার এই স্পেশাল প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত রমজান মাস উপলক্ষে স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন উপভোক্তারা। যে সকল উপভোক্তাদের AAY এবং SPHH রেশন কার্ড রয়েছে তারা রাজ্য সরকার ঘোষিত এমন রমজান মাস স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন। এই স্পেশাল প্যাকেজে রয়েছে চিনি, ছোলা, ময়দা। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্পেশাল প্যাকেজে কি কি সুবিধা পাওয়া যাবে?

আরও পড়ুন: Fake Voter: ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি হানা দেওয়া শুরু করল তৃণমূল

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, রমজান মাস স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তারা ভর্তুকিতে এক কেজি চিনি, ১ কেজি ছোলা এবং এক কেজি ময়দা কিনতে পারবেন। উপভোক্তাদের পরিবার পিছু এই সুবিধা দেওয়া হবে। এখন দেখে নেওয়া যাক, ভর্তুকিতে এই সকল খাদ্য সামগ্রির দাম কত পড়বে গ্রাহকদের?

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, পরিবার পিছু ভর্তুকিতে রমজান মাস স্পেশাল প্যাকেজ অনুযায়ী এক কেজি চিনি পাওয়া যাবে মাত্র ৩২ টাকায়, পরিবার পিছু এক কেজি ছোলার ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র ৬২ টাকায় এবং পরিবার পিছু এক কেজি ময়দা ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র ৩২ টাকায়।

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই স্পেশাল প্যাকেজ কার্যকর হয়ে গিয়েছে এবং প্যাকেজের আওতায় এখন থেকেই গ্রাহকরা এই সুবিধা পাবেন। যাদেরই AAY এবং SPHH রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন। সুতরাং সরকার ঘোষিত এমন প্যাকেজের সুবিধা নিতে রেশন ডিলারদের থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে হবে।