শিঘ্র আসছে বায়োপিক, চুক্তিতে সই রাণুর, রাণুর চরিত্রে কে!

নিজস্ব প্রতিবেদন : রানাঘাট রেল স্টেশনের ভবঘুরে গায়িকা রানু মন্ডলের রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠার গল্প কারোর অজানা নয়, এই গল্প আবার সেলুলয়েডের পর্দায় আসছে তাও সকলের জানা। কিন্তু কি নামে আছে সেই রাণুর জীবনী, কবে আসছে, কার হাত ধরে? তা এখনও অনেকের অজানা।

রানু মন্ডলের জীবন কাহিনী সেলুলয়েডের পর্দায় আসছে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল’ নামে। ছবির পরিচালনায় রয়েছেন হৃষীকেশ মণ্ডল। যার হাত ধরে ইতিমধ্যেই ‘অচেনা বন্ধুত্ব’, ‘কুসুমিতার গপ্পো’ রিলিজ হয়েছে। তার হাত ধরেই শেষ পর্যায়ে ‘নকশী কাঁথার খোঁজে’। আর হৃষীকেশ মন্ডল জানিয়েছেন তার এই নতুন বয়োপিক ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল’ আশা করা আগামী বছর ফেব্রুয়ারি মাসেই চলে আসবে সেলুলয়েডের পর্দায়।

পরিচালক হৃষীকেশ মন্ডল জানিয়েছেন, “দিন কয়েক আগেই আমরা এ বিষয়ে পৌঁছে গিয়েছিলাম রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে। সেখানে ছিল অতীন্দ্র এবং তপন। বায়োপিক সম্পর্কিত সমস্ত চুক্তি রানু মন্ডলের সাথে হয়ে গেছে। এখন কাস্টিং ও নির্বাচন চলছে, খুব শীঘ্রই এই ছবির শুটিংয়ে হাত পড়বে।”

অন্যদিকে এই বায়োপিকে অভিনয়ের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। সুদীপ্তা চক্রবর্তী IANS কে অভিনয় করার অফারের বিষয় স্বীকার করে জানিয়েছেন, “হ্যাঁ আমায় অফার করা হয়েছে। তবে আমি এখনও স্ক্রিপ্ট পাইনি। স্ক্রিপ্ট পড়েই আমি সিদ্ধান্ত নেব।”

পরিচালক হৃষীকেশ মন্ডলও জানিয়েছেন, “সুদীপ্তাদি এখনো অভিনয়ের বিষয়ে হ্যাঁ করেননি। আমার মনে হয় যদি কেউ এই চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে তিনি হলেন একমাত্র সুদীপ্তাদি।”

পরিচালক হৃষীকেশ মণ্ডল এও জানিয়েছেন, “এই ছবি সম্ভব হয়ে উঠছে রানাঘাটের অতীন্দ্র, তপনের মত বেশকিছু সমাজসেবী পরায়ন যুবকের জন্য।”