বিনামূল্যে রেশন! সেপ্টেম্বর মাসে কোন কার্ডে মিলবে কত পরিমাণ খাদ্য সামগ্রী, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষ যাতে তাদের ন্যূনতম চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তার জন্য চালু করা হয়েছে রেশন ব্যবস্থা (Ration)। সেই অনুযায়ী বিভিন্ন রেশন কার্ড অনুযায়ী খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। আগে কেবলমাত্র কিছু রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হলেও এখন সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়। সেপ্টেম্বর মাসেও বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন উপভোক্তারা। যদিও রেশন কার্ডের ভিত্তিতে সেই খাদ্য সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা।

আবার যে সকল উপভোক্তাদের রেশন কার্ড রয়েছে এবং তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেলেও তাদের বিভিন্ন সময় অভিযোগ তুলতে দেখা যায় পরিমাণের তুলনায় কম রেশন সামগ্রী দেওয়ার। এসবের পরিপ্রেক্ষিতে রাজ্য খাদ্য দপ্তরের (West Bengal food and supply) তরফ থেকে প্রতিমাসে উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তার তালিকা প্রকাশ করা হয়। সেই মতো সেপ্টেম্বর মাসের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রেশন কার্ড উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন।

১) RKSY-I : এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবেন। অর্থাৎ এই ক্যাটাগরির কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ হয় তাহলে ওই পরিবার আগস্ট মাসে ২৫ কিলো চাল পাবেন।

২) RKSY-II : এই ক্যাটাগরির রেশন কার্ড ধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। আগস্টে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে।

৩) PHH ও SPHH : এই দুই ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকরা অগাস্ট মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন।

৪) AAY : এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের আগস্টে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যদিকে চিনি কিনতে চাইলে ১৩.৫০ টাকা কেজি দরে কিনতে হবে।