হয়রানির দিন শেষ, এই অ্যাপে বাড়িতে বসেই আবেদন করা যাবে রেশন কার্ডের

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা হল দেশের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। দেশে লকডাউন জারি হওয়ার সময় এই রেশন ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি টের পাওয়া যায়। যে সময় দেশের কোটি কোটি মানুষের অন্য সংস্থানের সুরাহা হয়ে দাঁড়ায় এই রেশন ব্যবস্থা। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের উপর ভর করে দেশে এই রেশন ব্যবস্থা চলছে।

তবে দেখা যায় এই রেশন ব্যবস্থায় নাম তোলার জন্য উপভোক্তাদের বিভিন্ন অফিসে যেতে হয় অথবা আবেদন করার পরিপ্রেক্ষিতে বারবার ঘুরতে হয়। এই সকল সমস্যার সমাধান করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি অ্যাপ আনা হলো এবং সেই অ্যাপের মাধ্যমে উপভোক্তারা সহজেই নিজেদের রেশন কার্ডের আবেদন জানাতে পারবেন।

রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে নিয়ে আসা ওই অ্যাপের নাম হল Khadya Sathi-Amar Ration অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন উপভোক্তারা বাড়িতে বসেই করতে পারবেন। নতুন রেশন কার্ডের আবেদন করার পাশাপাশি রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম বাড়িতে বসেই করে নেওয়া যেতে পারে।

নতুন রেশন কার্ডের আবেদন ছাড়াও অন্যান্য যে সকল কাজ করা যাবে সেগুলি হল, মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ড বাতিল করা, রেশন কার্ডে থাকা ভুল ত্রুটি সংশোধন করা, নিজের রেশন কার্ড সক্রিয় আছে কিনা তা দেখে নেওয়া অর্থাৎ রেশন কার্ডের স্ট্যাটাস দেখা ইত্যাদি। এছাড়াও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার কাজও সেরে ফেলা যাবে এই অ্যাপের মাধ্যমে।

Android গ্রাহকরা Play Store থেকে ও iOS গ্রাহকরা App Store থেকে Khadya Sathi-Amar Ration অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ ইন্সটল করার পর উপভোক্তাদের Login as Beneficiary অপশনে ক্লিক করে লগইন করতে হবে। সেখানে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। মোবাইল নম্বরে একটি otp যাবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর অ্যাপের মধ্যে থাকা বিভিন্ন অপশন থেকে নিজের প্রয়োজনীয় কাজ করতে পারবেন উপভোক্তারা।