RBI Penalty: মোটা অংকের জরিমানায় ঘায়েল এই তিন ব্যাঙ্ক! কী জানালো আরবিআই?

ফের একবার খবরের শিরোনামে উঠে এলো আরবিআই। রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাপের মুখে পড়ল সরকারি ও বেসরকারি তিনটি ব্যাঙ্ক। জানা গিয়েছে, ঋণ সংক্রান্ত নিয়ম না মানা এবং ব্যাঙ্কের যাবতীয় বিধিনিষেধ অমান্য করার অভিযোগ উঠেছে এই ব্যাঙ্কগুলিকে নিয়ে। এখন বিপুল মোটা অংকের জরিমানা গুনতে হবে এই ব্যাঙ্কগুলিকে। অভিযোগের তীর এসেছে কোটাক মাহিন্দ্রা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দিকে।

গত ১৭ই এপ্রিল আরবিআই এর তরফে এই তিন ব্যাঙ্কের শাস্তির ব্যাপারটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী কোটাক মাহিন্দ্রা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ এবং অগ্রিম সংক্রান্ত বিধিনিষেধ নির্দেশিকা মান্যতা না দেওয়ায় মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা জরিমানা স্বরূপ দিতে হবে তাদের। যদিও এই মোটা অংকের জরিমানা দেওয়ার সময় সীমা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: Digha Purulia Train: পর্যটকদের জন্য সুখবর! এবার এক ট্রেনে বসেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

আরবিআই এর তরফে জানানো হয়েছে, ঋণ সংক্রান্ত নিয়মের মান্যতা না দেওয়ার জন্য কোটাক মাহিন্দ্রাকে জরিমানা হিসেবে মোট ৬১.৪ লক্ষ টাকা দিতে হবে। অপরদিকে, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নো ইয়োর কাস্টমার বা সংক্ষেপে যাকে বলা হয় কেওয়াইসি সেই সংক্রান্ত নির্দেশিকা অমান্য করেছে। অতএব শাস্তি স্বরূপ এই ব্যাঙ্ককে ৩৮.৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

রাষ্ট্রীয় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল এর ক্ষেত্রে জরিমানার পরিমাণটা অন্যদের থেকে তুলনায় কম। এই ব্যাঙ্ককে জরিমানা হিসেবে ২৯.৬ লক্ষ টাকা দিতে হবে। এই ব্যাঙ্কটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রাহক পরিষেবা পরিচালনায় নিয়ম মান্যতা না দেওয়া সংক্রান্ত। যদিও এখনো এই তিনটি প্রতিষ্ঠানের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরবিআই এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক পরিচালনায় ভুল ত্রুটি থাকায় এই জরিমানা আরোপ করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে এই তিন ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত যে চুক্তি রয়েছে তাকে আঘাত আনা এই সিদ্ধান্তের লক্ষ নয়। সুতরাং এই আরবিআই এর এই সিদ্ধান্ত এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের ওপর কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না।