নিয়ম না মানার জের, এই ৫ ব্যাঙ্ককে জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ সাধারণ নাগরিকরা তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করে রাখার জন্য নির্ভর করেন ব্যাংকের উপর। কষ্টার্জিত সাধারণ মানুষদের সঞ্চিত এই অর্থ যাতে কোনভাবেই এদিক ওদিক না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিটি ব্যাংককে নিয়ন্ত্রণের রাখতে বিভিন্ন নিয়ম জারি করেছে। সেই সকল নিয়ম না মানলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রোষে পড়তে হয় ব্যাংকগুলিকে।

ঠিক সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য ৫টি ব্যাংককে জরিমানা করা হলো। জরিমানার সম্মুখীন হওয়া ব্যাংকগুলির ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় কো-অপারেটিভ ব্যাংক অর্থাৎ সমবায় ব্যাংকগুলি জরিমানার সম্মুখীন হয়। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পাঁচটি ব্যাংককে জরিমানা করা হয়েছে, সেই পাঁচটি ব্যাংক হল কো-অপারেটিভ ব্যাংক। কেন্দ্র এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য এই ব্যাংকগুলিকে জরিমানা করা হয়েছে। এই জরিমানা মূলত এই ব্যাংকগুলির নিয়ম না মানার শাস্তি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত কয়েক বছর ধরে কো-অপারেটিভ ব্যাংকগুলির উপর কড়া নজরদারি চালাচ্ছে। কারণ এই সকল ব্যাংককে সাধারণ মানুষদের সঞ্চিত থাকা কষ্টার্জিত টাকা এর আগে বহুবার এদিক ওদিক হতে দেখা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এমন নজরদারি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের বিবৃতিতে জানিয়েছে, নিয়ম না মানার জন্য পাঁচটি কো-অপারেটিভ ব্যাংককে ৫০ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। ওই সকল ব্যাংকগুলি যে যে নিয়ম মানে নিই তাহলো আয়ের হলফনামা, সম্পদের শ্রেণিবিন্যাস, KYC এবং অন্য বেশ কিছু নিয়ম মেনে চলেনি। ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯-এর বেশ কিছু ধারা। শাস্তির সম্মুখীন হওয়া এমন পাঁচটি কো-অপারেটিভ ব্যাংক হল শ্রী মহাযোগী লক্ষ্যমাম্মা কো-অপারেটিভ ব্যাঙ্ক, কুর্নুল, (অন্ধ্রপ্রদেশ), আত্তুর টাউন কো-অপারেটিভ ব্যাঙ্ক, আত্তুর, সালেম, (তামিলনাড়ু), গোন্দিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, গোন্দিয়া (মহারাষ্ট্র), শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, শিরপুর (মহারাষ্ট্র) এবং তিরুপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, নাগপুর (মহারাষ্ট্র)।