আবারও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে নাম উঠে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। চলতি বছরের গোড়ার দিকে আরবিআই-এর ডেপুটি গভর্নরের পদ থেকে মাইকেল দেবব্রত পাত্র পদত্যাগ করার পর পদটি খালি পড়ে রয়েছে। ইতিমধ্যেই তাই কেন্দ্রের তরফে আগামী তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ এর মহাপরিচালক পুনম গুপ্তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে,পুনম গুপ্তাকে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে ক্যাবিনেটের নিয়োগ কমিটির তরফে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে যেদিন থেকে তিনি তার পদের দায়িত্ব ভার কাঁধে তুলে নেবেন সেদিন থেকে আগামী তিন বছরের জন্য। তিনি NCAER-এর মহাপরিচালক হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ষোড়শ অর্থ কমিশনের উপদেষ্টা পরিষদের আহ্বায়কও বটে।
আরও পড়ুন: App Cab: অ্যাপ ক্যাব পরিষেবায় বড় ধাক্কা! বন্ধ হতে বসেছে বাইক ট্যাক্সি পরিষেবা
২০২১ সালে পুনম গুপ্ত NCAER-তে যোগদানের করেন। তার আগে প্রায় দুই দশক ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে তার শিক্ষকতার অভিজ্ঞতা সহ দিল্লির আইএসআইতে ভিজিটিং ফ্যাকাল্টি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে, RBI চেয়ার প্রফেসর এবং ICRIER-তে অধ্যাপক হিসেবেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসিতে কর্মরত ছিলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে অবস্থিত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পুনম গুপ্তা। আন্তর্জাতিক অর্থনীতির মতো জটিল বিষয়ের ওপর তার পিএইচডি করার সুবাদে তিনি এক্সিম ব্যাংক পুরস্কার অর্জন করেছিলেন।
প্রসঙ্গত গত বছরেই আরবিআইতে নতুন মুখের দেখা মেলে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ করা হয় ৫৬ বছর বয়সী সঞ্জয় মালহোত্রাকে। তার ক্ষেত্রেও নিয়োগের সময়সীমা আগামী তিন বছর। যা কার্যকর হয়েছে ৯ ডিসেম্বর, ২০২৪ সাল থেকে। কারণ সেদিন থেকেই তিনি আরবিআই এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব ভার কাঁধে তুলে নেন। সঞ্জয় মালহোত্রা ভারতের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব সামলেছিলেন এই গভর্নর পদে নিয়োগের আগে।