আর্থিক লেনদেনে OTP-র নিয়ম বদল করে দিল RBI, কি রয়েছে নতুনত্ব

নিজস্ব প্রতিবেদন : পাশ্চাত্য বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও প্রতিদিন বাড়ছে ডিজিটাল লেনদেন। তবে এই ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নানান প্রতারণার ঘটনা। সেই সকল প্রতারণার ঘটনা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নতুন নিয়ম জারি করছে।

অনলাইনে আর্থিক লেনদেন তথা স্বয়ংক্রিয়ভাবে পেমেন্টের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুদিন আগেই ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করেছিল। নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর এই লেনদেন হলেই ওটিপি বাধ্যতামূলক বলে জানিয়েছিল কেন্দ্রীয় এই ব্যাংক। এবার এই ক্ষেত্রেই আনা হলো পরিবর্তন।

মাস কয়েক আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়ম জারি করেছিল তাতে বলা হয়েছিল, যেকোনো ধরনের লোন ইএমআই অথবা অন্য কোনো ক্ষেত্রে মাসে মাসে ৫০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক। এবার এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হলো ১৫০০০ টাকা। এর ফলে ডিজিটাল রেকারিং ব্যবস্থায় লেনদেন আরও সহজ হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৬ জুন প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ই ম্যান্ডেট কাঠামো বাস্তবায়নের পর্যালোচনা এবং গ্রাহকদের জন্য উপলব্ধ সুরক্ষার ওটিপি বিহীন লেনদেনের উর্ধ্বসীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, বিভিন্ন সংস্থার তরফে তাদের কাছে উর্ধ্বসীমা সাবস্ক্রিপশন, ইনসিওরেন্স প্রিমিয়াম, শিক্ষার ফি-এর ঊর্ধ্বসীমা বাড়ানোর অনুরোধ আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ওই সকল সংস্থা এবং গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।