Ravichandran Ashwin: কার জন্য এমন হল, কেন এক ম্যাচের পর আর সুযোগই পেলেন না! মুখ খুললেন অশ্বিন

Why did Ravichandran Ashwin not get more than one match in the World Cup: সবেমাত্র শেষ হয়েছে বিশ্বকাপ, দেশে এখনও সেই উন্মাদনা চলছে। তবে ভারতের বেদনাদায়ক হার নাড়িয়ে দিয়েছে সকলকে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পরিশ্রম এবং তাদের অদম্য চেষ্টা ফুটে উঠেছে গোটা বিশ্বকাপে। এই বছর বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই দেখা গেছে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। কিন্তু ভারতের চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ছিলেন তিনি। কিন্তু পরের ১০টি ম্যাচে আর তাকে দেখা যায়নি। কিন্তু এমন কেনো হলো কি বলছে সবাই?

এর পেছনের আসল কারণ জানতে হলে আজকের প্রতিবেদনটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই অবশেষে মুখ খুললেন ভারতীয় স্পিনার অশ্বিন(Ravichandran Ashwin)। এই বিষয়ে কি জানিয়েছেন এই ক্রিকেটার? কেনো তিনি খেলার সুযোগ পেলেন না বিশ্বকাপে?

এর জন্য তিনি দায়ী করেছেন সতীর্থকে। সতীর্থের জন্যই তিনি নাকি ভারতীয় দলে সুযোগ পেলেন না এমনটাই তিনি জানিয়েছেন। এই ভারতীয় স্পিনার (Ravichandran Ashwin) একটি ইউটিউব ভিডিয়োতে বলেন, তিনি কোনও দিন ভাবতেও পারেনি চেন্নাইয়ে একটা ম্যাচ খেলার পর তার বিশ্বকাপ শেষ হয়ে যাবে। তিনি তার পারফরমেন্সের দিক থেকে ১০০% দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার পরেও তাকে খেলতে না দেওয়াতে হতাশ লাগছে।

অশ্বিন আরো জানিয়েছেন, কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার পরিকল্পনা অনুযায়ী তিনি খেলায় ছিলেন। তিনি ধর্মশালায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতেন কিন্তু এক জনের জন্য সেটা হয়নি। অশ্বিন (Ravichandran Ashwin) বলেন, ধর্মশালায় প্রথমে তার ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তার আগের ম্যাচেই হার্দিক চোট পেয়ে যায়। হার্দিকের বিকল্প হিসাবে কোনও অলরাউন্ডার দলে ছিল না। সেইজন্য বাধ্য হয়ে সূর্য ও শামিকে খেলাতে হল। সেই কারণে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি। হার্দিক চোট না পেলে অশ্বিন আরও কয়েকটা ম্যাচ খেলতে পারতেন।

এই বছরের বিশ্বকাপে শুরুর দিকে অশ্বিনকে ভারতীয় দলে নেওয়া হয়নি। কিন্তু বিশ্বকাপের আগে এশিয়া কাপ চলার সময় চোট পান অক্ষর পটেল। সেই কারণে বিশ্বকাপের আগে অশ্বিনকে নেওয়া হয়। তিনি ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলেন। কিন্তু এরপর তাকে আর ডাকা হয়নি। ফাইনালে আমদাবাদের মন্থর উইকেটে তাঁকে খেলানোর কথা উঠেছিল কিন্তু সেই ম্যাচেও তাকে নেওয়া হয়নি। বিশ্বকাপে খেলতে না পারায় তিনি যথেষ্টই হতাশ।