ATM থেকে ছেঁড়া, জোড়াতাপ্পি নোট পেয়েছেন! সহজেই বদলে নিন এইভাবে

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত নগদের ব্যবহার কমেনি। নগদের এই চাহিদার পরিপ্রেক্ষিতে এখন অধিকাংশ মানুষকেই এটিএম কাউন্টার থেকে নিজেদের প্রয়োজনমতো নগদ তুলতে দেখা যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এটিএম থেকে টাকা তোলার পর সঙ্গে চলে আসে ছেঁড়া, জোড়াতাপ্পি নোট।

এই ধরনের ছেঁড়া, জোড়াতাপ্পি নোট পাওয়ার পর অনেকের মধ্যেই দুশ্চিন্তার শেষ থাকেনা। কিভাবে সেই নোট বাজারে চালাবেন অথবা কিভাবে নোট বদলে নতুন নোট পাবেন তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটতে দেখা যায় বহু গ্রাহকদের। দুশ্চিন্তা হবেই না বা কেন! কারণ প্রতিটি মানুষের কাছেই এক একটি অর্থ হলো রোজগারের রক্তবিন্দু।

ব্যাংকের কাউন্টারে এই ধরনের ছেঁড়া, জোড়াতাপ্পি নোট দেওয়া হলে সহজেই তা নেব না বলে দেওয়া যায়। কিন্তু এটিএম কাউন্টার থেকে এই ধরনের নোট পেলে নেব না বলা যায় না। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ছেঁড়া, জোড়াতাপ্পি নোট বদলানোর নিয়ম রয়েছে। যেকোনো সরকারি ব্যাংকের কাউন্টার অথবা বেসরকারি ব্যাংকের চেস্ট ব্রাঞ্চ থেকে এই নোট পাল্টানো যায়।

এই ধরনের নোট পাল্টানোর ক্ষেত্রে গ্রাহকদের কোন ফর্ম ফিলাপ করতে হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের Triple Lock Receptacle কভারের সুযোগ দেয়। আরবিআই কাউন্টার থেকে এই Triple Lock Receptacle কভার সংগ্রহ করতে হবে এবং তার মধ্যে নিজের সম্পর্কে এবং ছেঁড়া নোট সম্পর্কে তথ্য দিতে হবে। কভারের কলামে গ্রাহকের নাম, ঠিকানা এবং কত টাকার নোট তা লিখতে হবে।

এরপর Triple Lock Receptacle বক্সে ফেলে দিতে হবে এবং টোকেন সংগ্রহ করতে হবে। পরে গ্রাহকদের সমপরিমাণ কারেন্সি ব্যাংক ড্রাফ্ট পের মাধ্যমে গ্রাহক পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে প্রধান শর্ত হলো টাকার নম্বর ছেঁড়া থাকলে হবে না। আবার অনেক ক্ষেত্রে ছেঁড়ার ওপর নির্ভর করে এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হয়ে থাকে।