আবারও একবার খবরের শিরোনামে উঠে এলো মুকেশ আম্বানির সংস্থা জিওর নাম। এবার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন অনন্ত আম্বানি। গত শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মধ্যমণি মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত এম. আম্বানিকে কোম্পানির পূর্ণকালীন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই সংস্থা কর্তৃক স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে বলা হয়েছে, বোর্ড আগামী ১ মে থেকে আগামী পাঁচ বছরের জন্য অনন্ত আম্বানির এই পদে নিয়োগ অনুমোদন করা হয়েছে। যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে মানবসম্পদ, মনোনয়ন এবং পারিশ্রমিক কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়েছে।
উল্লেখ্য, অনন্ত আম্বানি এতদিন পর্যন্ত রিলায়েন্সের বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদের দায়িত্বে ছিলেন। বর্তমানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পথে পা বাড়িয়েছেন তিনি। এর আগে অবশ্য অনন্ত আম্বানি রিলায়েন্স গ্রুপের বেশ কিছু কোম্পানির বোর্ডের দায়িত্বেও ছিলেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অনন্ত আম্বানি। পশু পাখিদের প্রতি তার অগাত প্রেম তাকেও আরও জনপ্রিয়তা দিয়েছে বর্তমানে। প্রাণীদের সার্বিক সুস্থতা ও ঝুঁকিপূর্ণ প্রাণীদের পুনর্বাসন এর ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
আরও পড়ুন: TTE: দারুণ ফন্দি এঁটেছে রেল! হাওড়া শিয়ালদহ স্টেশনে এইভাবে চেনা যাবে ভুয়ো টিকিট পরীক্ষককে
প্রসঙ্গত, অনন্ত আম্বানির বড় ভাইবোন আকাশ এবং ইশা আম্বানিও আরআইএল-এর বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদের দায়িত্বে রয়েছে। বড় ভাই আকাশ রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছে। যা গ্রুপের টেলিকম এবং ডিজিটাল পরিষেবা শাখা। অন্যদিকে বোন ইশা আম্বানি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের একজন নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত যা গ্রুপের শাখা।