কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে প্রয়োজনীয় জিনিস, নয়া পরিকল্পনা Reliance-র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ব্যবসা। তাদের এই সকল ব্যবসার রমরমিয়ে চলার কারণে মুকেশ আম্বানি আজ বিশ্বের ধনীদের তালিকায় আলাদা করে জায়গা করে নিয়েছে। এবার এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নতুন পরিকল্পনা নিয়ে হাজির।

Advertisements

কয়েক মিনিটের মধ্যেই গ্রাহকদের চাহিদা মতো বাড়ি বাড়ি মুদি সামগ্রী এবং রেশন দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার ফলে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স Blinkit এবং Zepto-এর মত সংস্থাগুলিকে কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। এমনিতেই সম্প্রতি ইনস্ট্যান্ট গ্রোসারি পরিষেবার চাহিদা বাড়ছে দারুণভাবে।

Advertisements

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রাহকদের চাহিদা মতো বাড়ি বাড়ি মুদিখানা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য শুরু করেছে Jiomart Express নামে নতুন একটি প্লাটফর্ম। ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে দেশের বেশ কিছু শহরে এই পরিষেবার শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি দেশের ২০০টি শহরে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

Jiomart Express এর মাধ্যমে মাত্র ৯০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এই ভাবে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম অর্ডার দেওয়ার মতো কোনো বাধ্যবাধকতা নেই বলে জানা যাচ্ছে। প্রয়োজনমতো যেকোনো পরিমাণের সামগ্রী অর্ডার দেওয়া যেতে পারে। অর্ডার করা জিনিসের দাম ১৯৯ টাকা বা তার বেশি হলে বিনামূল্যে ডেলিভারি দেওয়া হবে।

ইতিমধ্যেই এই পরিষেবার জন্য সংস্থার তরফ থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। গুগল প্লে স্টোরে সেই অ্যাপ উপলব্ধ রয়েছে। সেই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তাতে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে এবং তারপর সেখান থেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করা যাবে। অর্ডার মতো ৯০ মিনিটের মধ্যে নিজেদের জিনিসপত্র পেয়ে যাবেন গ্রাহক।

Advertisements