করোনা নিয়ে স্বস্তির খবর, বিশ্বজুড়ে বিপদমুক্ত ৩৫% সংক্রমিত রোগী

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে, তা অনস্বীকার্য। দিনের পর দিন বিশ্বের বেশিরভাগ দেশে এই ভাইরাস থাবা দিচ্ছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে রীতিমত ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষজন। তবে মানুষ যতটা ভেঙ্গে পড়ছেন ততটা ভেঙে পড়ার মতো কিছু নেই। আমাদের দেশে, রাজ্যে প্রশাসন বলে একটা জিনিস আছে, যারা প্রয়োজন হলে দেশের জনসাধারণকে রক্ষা করার জন্য শেষ অস্ত্রও প্রয়োগ করবেন। তবে পাশাপাশি আমাদেরও সতর্ক, সচেতন হিসাবে থাকতে হবে একজন নাগরিক হিসাবে। একজন নাগরিক হিসাবে এই ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করতে হবে। যেমনটা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বলেছেন। আর এই করোনাভাইরাস নিয়ে নানান ভীতসন্ত্রস্ত খবরের মাঝে স্বস্তির খবরও রয়েছে।

বিশ্বজুড়ে ২০ই মার্চ সকাল ৯টা পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ২৪৫৭৪৯। ভারতে সংক্রমনের সংখ্যা ১৯৫। তবে এই করোনা সংক্রমণ থেকে ইতিমধ্যে বিপদমুক্ত বিশ্বের ৮৮৪৪১ জন। অর্থাৎ ৩৫ শতাংশের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পরেও চিকিৎসায় সাড়া দিয়েছেন। ভারতে চিকিৎসায় সাড়া দেওয়ার সংখ্যাটা এই মুহূর্তে কম, সংখ্যাটা হলো ১৯। শতাংশের বিচারে ৯.৭৪ শতাংশ। তবে চিকিৎসকদের অনুমান আগামী দিনে চিকিৎসায় সাড়া দেওয়ার সংখ্যাটা অনেকটাই বাড়বে।

২০ই মার্চ সকাল ৯টা পর্যন্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফ থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে সংক্রমিত ২৪৫৭৪৯ জনের মধ্যে মারা গেছেন ১০০৪৬ জন। অর্থাৎ মৃত্যুর হার ৪.০৮৭%। ভারতে এখনও পর্যন্ত মারা গেছেন ৪ জন। ১৯৫ জন সংক্রমিত ব্যক্তির বিচারে মৃত্যুর হার ২.০৫%। সুতরাং এই করোনাভাইরাস নিয়ে অযথা গুজব ছড়ানো বন্ধ অনুরোধ করেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার। শুধু অনুরোধ নয়, পাশাপাশি গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও স্বস্তির খবর হলো, নেপালে এই ভাইরাসের সংক্রমণে একজন ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন, যিনি ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। চীনে এই ভাইরাসে নতুন করে সংক্রমণের সংখ্যা মাত্র ৩৯। ইটালি, ইরান, স্পেন, জার্মানি এই সকল দেশে এদিন নতুন করে সংক্রমনের কোন খবর নেই। এরকম অজস্র দেশ রয়েছে যেগুলিতেও এদিন কোন রকম নতুন সংক্রমনের খবর নেই। ভারতে এদিন নতুন সংক্রমণ ৩, তবে রিপোর্ট অনুযায়ী কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।