চলছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি! খবর করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বীরভূমের সাংবাদিক!

নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েত ভোট ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করা হয় ৮ জুলাই। সেই মোতাবেক শুক্রবার অর্থাৎ ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ে নানান বিশৃঙ্খলা।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকার, বিশেষ করে মুর্শিদাবাদ। যেখানে ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী নিহত হয়। তবে এই হাতাহাতি বা লড়াই কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, শনিবার রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে আক্রান্ত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এদিন বীরভূমের এক সাংবাদিক আক্রান্ত হলেন তৃণমূল কর্মী সমর্থকদের হাতে।

শনিবার তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হন CN টিভির সাংবাদিক অমরনাথ দত্ত। তিনি বীরভূমের বোলপুর মহকুমার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। এদিন তিনি খবর সংগ্রহ করতে যান পাঁরুই থানার অন্তর্গত সাত্তোর এলাকায়। যে এলাকা প্রথম থেকেই স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত।

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর এই এলাকার প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক সিপিআইএমে যোগদান করবেন বলে ঠিক করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সাত্তোর বাসস্ট্যান্ড এলাকায় চলছিল প্রস্তুতি। ঠিক সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মুস্তাফা শেখের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হন এবং সিপিআইএম নেতাকর্মীদের উপর চড়াও হন। ঘটনার সময় বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। আর সেই সময় ছবি সংগ্রহ করতে গেলে সরাসরি আঘাত হানা হয় সংবাদমাধ্যমের উপর।

তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ বাঁশ, লাঠি নিয়ে মারধর শুরু করেন। আর সেই সময় অমরনাথ দত্তের হাতে আঘাত লাগে। এই ঘটনাই সাংবাদিক অমরনাথ দত্ত আক্রান্ত হন। তার ডান হাতে আঘাত লাগে। এই ঘটনায় আক্রান্ত সাংবাদিক অমরনাথ দত্ত রাজা শেখ নামে এক তৃণমূল কর্মীকে চিহ্নিত করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দায় সরব রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্টজনেরা।