ঝুলে থাকলো নন্দীগ্রামের ফলাফল, ফের গণনার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম নিয়ে অবশেষে বিভ্রান্তি তৈরি হলো। যে কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো। পাশাপাশি এই কেন্দ্রের ভোট গণনা পুনরায় হতে পারে বলেও জানা যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, পুনরায় গণনা হবে কিনা তার সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।

হাই ভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে কেন এত বিভ্রান্তি? এই বিধানসভা কেন্দ্রের গণনা নিয়ে প্রথম বিভ্রান্তি শুরু হয় ইলেকশন কমিশনের সার্ভার ডাউন হওয়া নিয়ে। প্রায় ৪০ মিনিট ভোট গণনা বন্ধ থাকে। যার পরেই ১৭ দফা ভোট গণনা শেষে জানা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন ১২০২ ভোটে। এই খবর জানা যায় এএনআই সূত্রে।

কিন্তু সন্ধ্যা হতেই ভোটের ফলাফলের মোড় ঘুরে যায়। হঠাৎ খবর আসে শুভেন্দু অধিকারী ১৯৫৩ ভোটে জয়লাভ করেছেন। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের এমন ফলাফলের কথা স্বীকার করে নেন। তবে তিনি কারচুপির অভিযোগ তোলেন এবং আদালতে যাওয়ার দাবি করেন। তৃণমূলের তরফ থেকে পুনরায় ওই কেন্দ্রের ভোট গণনা করার আবেদন করা হয়।

[aaroporuntag]
তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হয়, ‘নন্দীগ্রামের গণনা এখনো শেষ হয়নি। কোনরকম জল্পনায় কান দেবেন না।’ আর এর পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনরায় এই কেন্দ্রে গণনা হতে পারে বলে জানিয়েছেন।