IPL 2020-র আগে প্র্যাকটিসে নেমে গগনচুম্বী তিন তিনটি ছক্কা ঋষভ পন্থের

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, আর তারপরেই মরুর দেশে শুরু হয়ে যাবে IPL 2020। আর এই আইপিএল শুরু হওয়ার আগে ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়রা প্র্যাকটিসে নেমে পড়েছেন। আর এই প্রাকটিস চলাকালীন ঋষভ পন্থের গগনচুম্বী তিনটি ছক্কা নজর কাড়লো নেটিজেনদের।

ঋষভ পন্থের এই তিনটি ছক্কা নজর কাড়ার মূলে রয়েছে একটি বড় কারণ। মরুর দেশে ঋষভের এই তিনটি ছক্কা ২২ বছর আগের স্মৃতিকে সামনে এনেছে। আর সেই স্মৃতি হল দাদার। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই মাঠেই ১৯৯৮ সালে জিম্বাবুয়ের গ্র্যান্ড ফ্লাওয়ারের বলে পর পর তিনটি বলে ছক্কা হাঁকিয়ে কোকাকোলা কাপ নিজেদের ঘরেই নিয়ে এসেছিলেন।

আর এই দীর্ঘ ২২ বছর পর আইপিএলের প্র্যাকটিসে এই তরুণের ব্যাট থেকে আগুন ঝরছে দেখে অনেকের মধ্যেই আসা জন্মেছে আবার কি তাহলে মরুর দেশে ঝড় উঠবে? ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে এবছর ঝাঁঝ ছড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

প্র্যাকটিসে ঋষভ পন্থের তিনটি ছয় হাঁকানোর ভিডিও দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, লেগ স্পিনার অমিত মিশ্রের বলে একটি লং অনে, আর দুটি ডিপ ফাইন লেগ স্ট্যান্ডে ও লং অফের দিকে ছক্কা হাঁকান।