পন্থকে মৃত্যু মুখ ফেরানো বাস চালককে যোগ্য সম্মান, পেলেন কাজের পুরস্কার

নিজস্ব প্রতিবেদন : চারচাকা গাড়িতে দুর্ঘটনাগ্রস্থ যুবকটি যে ভারতের প্রথম সারির ক্রিকেট তারকা ঋষভ পন্থ তা তিনি জানতেন না। কারণ তিনি ক্রিকেট খেলা দেখার সুযোগ পান না। তবে রাস্তার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে থাকা মানুষকে দেখে যেভাবে তাকে রক্ষা করেছেন সেটাই অনেক। কারণ ঋষভ পন্থ যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাতে আর কিছুক্ষণ দেরি হলে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো।

তবে সে যাই হোক শুক্রবার উত্তরাখণ্ডের রুরকির কাছে দুর্ঘটনারগ্রস্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ান হরিয়ানার রেডওয়েজের বাস চালক সুশীল কুমার এবং কন্ডাক্টার পরমজিৎ। ওই দুজনের তৎপরতায় সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স ডেকে ঋষভ পন্থকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। রাতারাতি এইভাবে ক্রিকেট তারকার প্রাণ বাঁচিয়ে হিরো হয়ে ওঠা বাসচালক এবং কন্ডাক্টারকে অবশেষে সম্মান দেওয়া হল।

এমন মানবিকতার জন্য আগেই পানিপথ ডিপোর তরফ থেকে সুশীল কুমার এবং পরমজিৎকে সম্মানিত করা হয়। পানিপথ ডিপোর তরফ থেকে সম্মান প্রদান করার পাশাপাশি উত্তরাখন্ড সরকারের তরফ থেকেও ওই দুই হিরোকে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে। এমন সাহসিকতার জন্য তাদের দুজনকে সম্মানিত করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার।

পানিপথ ডিপোর জেনারেল ম্যানেজার কুলদীপ ঝাঙ্গড়া জানিয়েছেন, ‘সুশীল এবং পরমজিৎ একজন আহত মানুষকে বাঁচিয়ে খুবই ভালো কাজ করেছে। কারণ পরে তাঁরা জানতে পেরেছিলেন যে আহত ব্যক্তির নাম ঋষভ পন্থ। সেকারণে আমরা এই দুজনের উপরে অত্যন্ত গর্বিত। উত্তরাখণ্ড সরকারও ঘোষণা করে দিয়েছে যে সম্মান জ্ঞাপন করা হবে।’

এমন সাহসিকতার জন্য পুরস্কৃত হয়ে স্বাভাবিকভাবেই খুশি বাস চালক সুশীল কুমার এবং তার সহযোগী পরমজিৎ। সূত্র মারফত যা জানা যাচ্ছে দুর্ঘটনার পর যদি আর পাঁচ থেকে সাত সেকেন্ড দেরি করা হতো তাহলেই মারাত্মক কিছু ঘটে যেতে পারত ঋষভ পন্থের ক্ষেত্রে।