অবৈধভাবে বালি তুলতে গিয়ে বিপত্তি! প্রাণ হারালেন তরতাজা যুবক

লাল্টু: দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার লোবা-বাবুপুর অজয় নদের ঘাটে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে প্রাণ হারালেন এক যুবক। মৃত ওই যুবকের নাম জয়ন্ত বাগদী, বয়স ২৫ বছর।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল। সেই সময়, ওই ট্রাক্টরের চালক তার কর্মী জয়ন্তকে ট্রাক্টারটি চালাতে দেয় আর তখনই ঘটে এই বিপত্তি। অজয় নদের খালে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং চাপা পড়ে যায় জয়ন্ত বাগদী। তৎক্ষণাৎ তাকে তোলার চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হন প্রত্যেকেই। বেশ কিছুক্ষণ পর ট্রাক্টরটি সরিয়ে তাকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন।