লাল্টু: নিজের সন্তানের জীবন এইভাবে কেউ ঝুঁকির মধ্যে ফেলে দেয়! কেউই তার সন্তানের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে চান না। তবে এবার যে ঘটনাটি সামনে এসেছে তা জানলে আপনিও ধিক্কার জানাবেন।
আসলেই পুরো ঘটনার পিছনে রয়েছে মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানো। আর এইভাবে মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানোর পরিপ্রেক্ষিতে দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। ঐ তিনজনের মধ্যেই রয়েছে দম্পতির সন্তান। ঘটনার পুরো বিষয় সামনে আসার পর রীতিমত ঢি ঢি রব ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: Railway News: শিয়ালদহ ডিভিশনের ১৩টি স্টেশনকে নতুন রূপ দিচ্ছে রেল! খরচের পরিমাণ কত জানেন?
ঘটনাটি হল, ছোট্ট সমদর্শী চ্যাটার্জি দুবরাজপুরের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। শুক্রবার ওই খুদের স্কুল ছুটি হওয়ার পর তার বাবা-মায়ের সঙ্গে খয়রাশোলের পাঁচড়া গ্রামে ফিরছিল। বাবা সমর্পণ চ্যাটার্জি হাই স্পিড মোটর বাইক চালাচ্ছিলেন। যে মোটর বাইকের সামনে বসে ছিল সমদর্শী এবং পিছনে বসে ছিলেন তার মা দিশা চ্যাটার্জি। মোটরসাইকেলে চলার পর দিশা চ্যাটার্জি তার স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি কি মদ পান করেছ?
মদের গন্ধ পেয়ে এমনটা জিজ্ঞেস করার পরই রীতিমতো তার স্বামী আরো জোরে মোটরবাইক চালাতে শুরু করেন। আর এরপর কিছুদূর যাওয়ার পরেই সমর্পণ চ্যাটার্জী মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটর বাইকে নিয়ন্ত্রণ হারাতেই পড়ে যান রাস্তার ধারে।
এই ঘটনায় গুরুতর আহত হন ওই খুদে শিশু সহ তিনজন। দুর্ঘটনার পর কিছুটা দূরে থাকা দুবরাজপুর থানার পেট্রোলিন পুলিশ ভ্যান তড়িঘড়ি তাদের উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ওই মোটরবাইককে আটক করেছে।