সিউড়িতে জাতীয় সড়কে টোটোতে ধাক্কা ডাম্পারের! মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ

সিউড়ির পাশ দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। এবার ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পরল একটি যাত্রীবাহী টোটো। যে ঘটনায় দুজন যাত্রীসহ টোটো চালক আহত এবং তাদের চিকিৎসা চলছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

দুর্ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে, এদিন করিধ্যা থেকে স্মার্ট পয়েন্টের কাছে থাকা জাতীয় সড়কের ক্রসিংয়ে একটি টোটোকে ধাক্কা মারে ডাম্পারটি। সঙ্গে সঙ্গে ওই টোটোতে থাকা যাত্রী এবং চালক ছিটকে পড়ে যান। তড়িঘড়ি সেখানে উপস্থিত থাকার স্থানীয়রা তাদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

আরও পড়ুনঃ কাপলদের জন্য স্পেশাল করছাড়, চালু যৌথ ট্যাক্স সিস্টেম! নয়া বাজেটে আর কি কি সুবিধা?

এদিন দুর্ঘটনার সময়ও টোটোটি করিধ্যা থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে মহম্মদ বাজারের দিক থেকে আসছিল ডাম্পারটি। অভিযোগ ডাম্পারের চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন।