যাত্রী তোলা নিয়ে বাস ও অটোর সংঘাতে অবরুদ্ধ যানচলাচল

চন্দন কর্মকার : সাঁইথিয়া সিউড়ি রুটে বাসের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি অটো, যে অটোগুলি নিয়মিত সাঁইথিয়া সিউড়ি, সিউড়ি থেকে সাঁইথিয়া যাত্রী নিয়ে যাতায়াত করে। আর এ নিয়েই দুপক্ষের মধ্যে মাঝেমধ্যে বাঁধে বিবাদ। এই বিবাদ আজ দুপুরে চরমসীমা অতিক্রম করে, তারপর অটো চালকরা যাত্রীবাহী বাস আটকে প্রায় ঘণ্টাখানেক পথ অবরুদ্ধ হয়।

বাসের সাথে অটোর এই দ্বন্দ্বে প্রথমে বাস চালকরা কাখুড়িয়ার কাছে একটি অটোকে আটকে রেখে দেয়। তারপর সেই অটোচালক তাদের সংগঠনের অন্যান্য অটোচালকদের খবর দিলে তারা আবার সাঁইথিয়া বিএলআরও অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস আটকে রেখে দেয়। পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি বাসও আটকে থেকে যায় ঘন্টাখানেকের জন্য। অবরুদ্ধ হয়ে পড়ে সাঁইথিয়া সিউড়ি যান চলাচল।

অটোচালকদের অভিযোগ, “ইসমাইল নামে একটি বাসের মালিক অটো চালাতে দেবে না বলে বারবার হুমকি দেয় আমাদের। এরপর আজ ওই বাস মালিকের ছেলে আমাদের একটি অটো নিজের গ্রামে আটকে রেখে দেয়। তারপরেই আমরা বাধ্য হয়ে ওই বাসটিকে আটকে রাখি।”

যদিও ঘটনার পর যে বাসের বিরুদ্ধে অটো চালকরা অভিযোগ এনেছেন অটো চালাতে বাধা দেওয়ার সেই বাস মালিকের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে বাস মালিক সংগঠন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুই পক্ষকে আশ্বাস দেয় আগামী ৭ দিনের মধ্যে থানায় একটি আলোচনা করে সমস্ত ঘটনার মীমাংসা করে দেবে। পুলিশি আশ্বাস পেয়ে অটো চালকরা আটকে রাখা বাসগুলি ছেড়ে দেয়।