নানুরে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে আরএসএস বিজেপি সমর্থক রিন্টু পালকে আরএসএস বিজেপি করার অপরাধে ক্ষমা চাওয়ার যে ঘটনা ঘটে, যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য থেকে জেলায়, সেই ঘটনায় এবার তুমুল বিক্ষোভ দেখালেন আর এস এস কর্মীরা। আরএসএস সমর্থকের প্রকাশ্যে এইভাবে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা নানুর বাসস্ট্যান্ড থেকে মিছিল করে নানুর থানা পর্যন্ত। এরপর সেখানে তারা একটি ডেপুটেশন জমা দেয়।
আরএসএস কর্মীদের এমন বিক্ষোভের বিষয়টি নিয়ে যাতে কোন গন্ডগোল না বাধে তার জন্য বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য মিছিল চলাকালীন পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে তাদের। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুনঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে গেলে পিএম বিদ্যালক্ষ্মীর দিকে ঘোরাচ্ছে ব্যাঙ্ক, পার্থক্য কি?
ঘটনার পরিপ্রেক্ষিতে আরএসএস কর্মীদের তরফে নিজেদের দাবি দাওয়া পুলিশের হাতে তুলে ধরা হয়। পাশাপাশি এই ঘটনায় আরএসএস কর্মীরা এবং আইনজীবীরা রিন্টু পালের বাড়িতে গেলে তার মা ঘটনার পর থেকে যেভাবে আতঙ্কিত ছিলেন সেই আতঙ্ক কাটে এবং স্বস্তি পান।
