Ruby-Beleghata Metro is awaiting for trial run: গত মাস দেড়েক আগে শুরু হয়েছে নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো পরিষেবা। তবে সেরকম আগমন ঘটছে না এই রুটে। ফলেই এই লাইনের যাত্রীসংখ্যা বাড়াতে নয়া উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নিল বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার। অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো ছোটার পাশাপাশি রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত এবার ছুটবে মেট্রো (Ruby-Beleghata Metro)। আগামী শনিবার থেকেই রয়েছে সেই লাইনের ট্রায়াল। তাহলে পরীক্ষা শেষ হলেই কি যাত্রীরা পরিষেবা পাবে এই রুটে? সেই নিয়ে নয়া আপডেট দিল কর্তৃপক্ষ।
তবে রুবি-বেলেঘাটা রুটের পরীক্ষামূলক দৌড় শুরু হলেও এই রুটের কাজ নিয়ে অভিযোগ উঠেছে। এই রুটের একাধিক জায়গার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন চিফ কমিশনার অফ রেলওয় সেফটি জনককুমার গর্গ। তিনি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, বেলেঘাটা স্টেশন সীমার বাইরের জায়গা ঠিকঠাক ভাবে নির্মিত হয়নি। যাত্রীরা যাতে সুরক্ষিতভাবে প্রবেশ করতে পারে তার জন্য স্টেশন সীমার বাইরে ফুট ওভারব্রিজ ও সিগন্যাল ওভারল্যাপের জন্য অতিরিক্ত ৯০ মিটার ভায়াডাক্ট নির্মাণ করতে হবে। অপরদিকে ব্যস্ত ইএম বাইপাস অতিক্রম করা যেতে পারে। কিন্তু সেদিকেও কাজ হচ্ছেনা।
রেল সেফটি কমিশনারের এই অসন্তোষে নিজেদের ভুল ভ্রান্তি ঢাকতে ট্রাফিকের দিকে তীর ছুড়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে মেট্রো তরফে অভিযোগ করে বলা হয়েছে, ট্রাফিক তাদের সাথে সহায়তা করছে না। বহুবার তারা পুলিশের সাথে বৈঠকে বসেছেন। কিন্তু ট্রাফিক ব্লকের অনুমতি না পাওয়ায় তারা কাজ শুরু করতে পারছে না।
আরও পড়ুন ? Joint Entrance Exam Special Metro: রবিবার জয়েন্ট পরীক্ষা, চলবে স্পেশাল মেট্রো, দেখে নিন সময়সূচী
তৎক্ষণাত মেট্রোর সেই অভিযোগ অস্বীকার করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ তরফে জানানো হয়, যাত্রীদের মেট্রো পরিষেবা দিতে তারা সর্বক্ষণ মেট্রোর সাথে সহায়তা করছে। তথ্য দিয়ে তারা এও জানায় যে, মেট্রো তরফে বহুবার বাইপাসের রাস্তা ব্লক নিয়ে কাজ করে। কিন্তু তারা সেই কাজ সময় শেষ করতে পারেনা। ৬০ দিনের কাজ ১২৭ দিন পার করলেও শেষ করতে পারে না। ফলে দীর্ঘদিন বাইপাসের ট্রাফিক ব্লক থাকলে যাত্রীদের যাতায়াতের সমস্যা হয়।
এও বলা হয় যে, এই বিষয়ে গত ২৭-এ ফেব্রুয়ারি লালবাজারে মিটিং ডেকেছিলেন কমিশনার বিনীত কুমার গোয়েল। সেই বৈঠকে ডাকা হয়েছিল RVNL-কেও। কিন্তু এই দলের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ফলস্বরূপ রুবি-বেলেঘাটা মেট্রো (Ruby-Beleghata Metro) রুটের পরিষেবা নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। তাই ট্রায়াল শুরু হলেও যাত্রী নিয়ে এই রুটে মেট্রো কবে ছুটবে তা এখনো অস্পষ্ট। তবে এই নিউ গড়িয়া থেকে রুবি এবং রুবি থেকে বেলেঘাটা এই ২ রুটে মেট্রো চলাচল শুরু হলে মেট্রো ব্যবধান কমলে মেট্রো চলাচলের সময় বাড়বে বলে জানা যাচ্ছে। মূলত এই অংশে রয়েছে চারটি স্টেশন।