CPC Pipeline: রাশিয়া যদি সিপিসি পাইপলাইন (Caspian Pipeline Consortium) বন্ধ করে দেয়, তাহলে এর প্রত্যক্ষ ক্ষতি আমেরিকার তুলনায় ইউরোপ ও বিশ্ব তেল বাজারের ওপর বেশি পড়বে। তবে কিছু পরোক্ষ প্রভাব আমেরিকার ওপরও পড়তে পারে।
সিপিসি পাইপলাইন (CPC Pipeline) কী?
সিপিসি পাইপলাইন (CPC Pipeline) একটি রাশিয়া ও কাজাখস্তানের যৌথ প্রকল্প। এই পাইপলাইনের মাধ্যমে কাজাখাস্তানের প্রায় ৮০% কাজাখ তেল রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর হয়ে বিশ্ববাজারে যায়। এই তেলের মালিকানা সরাসরি রাশিয়ার নয়, কিন্তু রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করে পরিবাহিত হয়।
কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে:
- কাজাখস্তান: তাদের সবচেয়ে বড় রপ্তানি রুট বন্ধ হয়ে যাবে।
- ইউরোপ: বিশেষ করে জার্মানি, ইতালি ইত্যাদি দেশ যারা কাজাখাস্তানের তেলের উপর নির্ভর করে।
- বিশ্ব তেল বাজার: বিশ্ব তেল বাজারে ক্রুড অয়েলের সরবরাহ হ্রাস পাবে, যার ফলে স্বাভাবিক ভাবেই তেলের দাম বাড়বে।
আরও পড়ুন: চিন ও আমেরিকাকে টপকে নজির গড়ার পথে ভারত! রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ইতিবাচক বার্তা
আমেরিকার জন্য প্রভাব:
- প্রত্যক্ষ ক্ষতি কম: আমেরিকা সরাসরি সিপিসি পাইপলাইনের তেলের উপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল উৎপাদন (শেল অয়েল সহ) অনেক বেশি।
- পরোক্ষ প্রভাব: বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। ফলে আমেরিকানদের জন্যও পেট্রোল-ডিজেলের দাম বাড়বে।
- মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে: কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে প্রভাব ফেলতে পারে।
- বাজারে অস্থিরতা: স্টক মার্কেটে নেতিবাচক প্রভাব পড়তে পারে।