মহাপীঠ তারাপীঠ-এর ফের ধার্মিক সিরিয়ালে, শোক ভুলে অভিনয়ে ফিরছেন ঐন্দ্রিলার সব্যসাচী

বর্তমানে বাংলা টেলিভিশনের এক অন্যতম পরিচিত মুখ সব্যসাচী চৌধুরী। যিনি ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় অভিনয় করার পর ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়াও সব্যসাচী তার ব্যক্তিগত জীবনের জন্য সোশ্যাল মিডিয়াতেও হয়েছেন ভীষণ বিখ্যাত। গত কয়েক মাস ধরে তার জীবনে কি ঘটে চলেছে, তা সকলেরই জানা। তারপরই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকেও বিমুখ হয়েছেন তিনি। তাই তিনি তার সকল সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিলিটও করে দিয়েছিলেন একসময়।

ঐন্দ্রিলাকে নেই সেই ঘটনার প্রায় এক মাস হতে চললো, এখনো সম্পূর্ণ ভাবে শোক কাটিয়ে উঠতে পারেননি সব্যসাচী। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন যে, আজকাল তাকে ফোন করলেও তাকে ফোনে পাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। তার সাথে যোগাযোগের কোনো রাস্তাই তিনি খোলা রাখেননি কারোর জন্য। তবে এরই মধ্যেই নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। সেটি হলো এক নতুন ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব পৌঁছেছে সব্যসাচীর কাছে। সুরিন্দর ফিল্মস সব্যসাচী কে বেছে নিয়েছেন তাদের আগামী প্রজেক্ট ‘সাধক রামপ্রসাদ’-এ অভিনয়ের জন্য। কিন্তু সব্যসাচী এখনো কিছু বলেননি।

সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে জানান যে, নতুন সিরিয়াল নিয়ে সব্যসাচীর সঙ্গে কথাবার্তা হয়েছে। কথা বলে মনে হয়েছে তিনি আমাদের সঙ্গে কাজ করার জন্য রাজি। তবে এখনও অনেক অফিসিয়াল কাজকর্ম বাকি আছে। তার আগে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে কাজে ফেরা নিয়ে সব্যসাচী কিছু না জানলেও তিনি জানান, তিনি এখন ঠিক আছেন। ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন। কাজ করতে শুরু করলে হয়তো তিনি তার শোক অনেকটা ভুলে থাকতে পারবেন।

ঐন্দ্রিলা মারা যাবার পর সব্যসাচী যখন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তারপর থেকে সব্যসাচীকে নিয়েও রটে চলেছে একের পর এক ভুয়ো খবর। এমনকি সোশ্যাল মিডিয়ায় এক সময় রটে গিয়েছিল যে, সব্যসাচী মারা গেছেন। এ নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছিল সৌরভ দাসকে। যিনি সম্পর্কে সব্যসাচী ও ঐন্দ্রিলার নিকট বন্ধু, তিনি বলেন, এমন ভুয়ো খবর যে বা যারা রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে সে সব ভুলে আপাতত সব্যসাচীর নতুন কাজের খবর শুনে খুশি তার ভক্তরা।

রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক। তিনি বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য সকলের কাছে পরিচিত, তার রচিত গানগুলিকে বলা হয় ‘রামপ্রসাদী’ গান। রামপ্রসাদের জীবনকে ঘিরে নানান বাস্তব ও অলৌকিক ঘটনা প্রচলিত আছে। সকলের মতে এই চরিত্রের জন্য সব্যসাচীই সেরা। কারণ এর আগে বহুবার পৌরাণিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে যুধিষ্ঠিরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ‘ওম নমঃ শিবায়’ সিরিয়ালে ভগবান বিষ্ণুর চরিত্রেও অভিনয় করেছেন সব্যসাচী। আর সব কটি চরিত্রেই বেশ মানিয়েও গেছে তাকে।