Beggar: চালচুলোর অবস্থা খারাপ, কনকনে ঠান্ডাতেও একটি কার্পেট পেতে ঘরের বাইরের রাত কাটান। তবে এমন একজন ভিক্ষুকের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি অনেকেই। কল্পনা করতে পারা না গেলেও এমনই ঘটনা ঘটলো বাংলায়।
মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত হামিদহাটি পিলখুণ্ডী গ্রামে এমনই বিস্ময়কর ঘটনায় অবাক হয়েছেন গ্রামবাসীরা। ওই গ্রামে ষাট বছর বয়সী এক বোবা ভিক্ষুক একাই থাকতেন, যার নাম নুর ইসলাম। তিনি একটি ভাঙ্গা মাটির কুঁড়ে ঘরে থাকতেন। আর সেই কুঁড়েঘর থেকেই উদ্ধার হয় বস্তা বস্তা টাকা, যেগুলি গুনতে গ্রামবাসীদের রীতিমতো হিমশিম খেতে হয়।
আসলে ওই ভিক্ষুকের বাড়ির অবস্থা খারাপ দেখে এলাকার কিছু মানুষ এগিয়ে আছেন তার বাড়িতে মেরামত করে দেওয়ার জন্য। মেরামত করার কাজ চালানোর সময় গত শনিবার তার বাড়ি থেকে বস্তা, হাড়ি ইত্যাদি যেগুলি মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ছিল সেগুলি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সোনাঝুড়ির আদলে নতুন হাট বোলপুর-শান্তিনিকেতনে! অফলাইন ছাড়াও কেনা যাবে অনলাইনেও
গ্রামবাসীদের থেকে যা জানা যাচ্ছে তাতে ২ লক্ষ টাকার বেশি উদ্ধার হয়েছে। সেই টাকা দিয়েই তারা এবার ওই বৃদ্ধের একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যাচ্ছে, ঐ বৃদ্ধের কাছে কেউ থাকেন না এবং সত্যি বলতে তার কাছে টাকার মূল্যটা কি তাও তিনি অতটা বোঝেন না। যে কারণে ভিক্ষা করে যা পেতেন বাড়িতে বস্তাবন্দী করে রেখে দিতেন আর এখান ওখান থেকে যা খাবার পেতেন তা খেয়ে দিন গুজরাতেন।
